নির্বাসিত মোহনবাগান সঙ্গে বিপুল জরিমানা

ইরানে না যাওয়ার শাস্তি এএফসি-র

Must read

প্রতিবেদন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইরানে খেলতে না যাওয়ায় আগামী দুই মরশুমের জন্য (২০২৭-’২৮ পর্যন্ত) নির্বাসিত মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ফলে শুভাশিস বসু, জেমি ম্যাকলারেনরা এএফসি প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করলেও খেলতে পারবেন না। সঙ্গে ১ লক্ষ ৭৩০ মার্কিন ডলার মূল্যের বিপুল জরিমানাও দিতে হবে মোহনবাগানকে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ৯১ লক্ষ টাকার কিছু বেশি। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে এএফসি-র এথিক্স ও শৃঙ্খলারক্ষা কমিটি।

গত ৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহান এসসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফে দাবি করা হয়েছিল, ফুটবলাররা নিরাপত্তাজনিত নিশ্চয়তা না পেলে ইরানে খেলতে যাবেন না। ইরানের পরিবর্তে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ আয়োজনের জন্য এএফসি-কে চিঠিও দেওয়া হয় মোহনবাগানের তরফে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (ক্যাস) দ্বারস্থ হয় ক্লাব। কিন্তু এএফসি সেই দাবিতে কর্ণপাত করেনি। ক্যাসেও বিষয়টি আর এগোয়নি। ইরানে খেলতে না যাওয়ায় এএফসি-র তরফে তখন জানানো হয়েছিল, মোহনবাগানের সব পয়েন্ট কাটা যাবে এবং দলের খেলা সব ক’টি ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায়, এএফসি প্রতিযোগিতা থেকে মোহনবাগানের সম্ভাব্য নির্বাসন। বাস্তবে সেটাই হল।

আরও পড়ুন-টাটা স্টিল দাবা: কলকাতায় ছ’বছর পর খেলবেন আনন্দ

এর আগের বারও একই কারণে মোহনবাগান ইরানে খেলতে না যাওয়ায় সেই মরশুমের জন্য এএফসি প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয়েছিল মোহনবাগানকে। কিন্তু দ্বিতীয়বার একই কারণে সেখানে না যাওয়ায় এএফসি এবার কড়া সিদ্ধান্ত নিল। সংশ্লিষ্ট মরশুম থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল মোহনবাগানকে। এবার বাড়তি আরও দুটো বছর এএফসি প্রতিযোগিতায় নেই আইএসএল চ্যাম্পিয়নরা। যোগ্যতা অর্জন করলেও ২০২৭-’২৮ মরশুম পর্যন্ত মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারবে না সের্জিও লোবেরার দল। এএফসি-র শাস্তির চিঠি আসার দিন প্রস্তুতিতে খামতি নেই মোহনবাগানের। নতুন কোচ লোবেরার অধীনে শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জেসন কামিন্সরা।

Latest article