খেলা

লিস্টনের জোড়া গোল, জিতল মোহনবাগান

প্রতিবেদন : প্রত্যাশামতোই ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখল মোহনবাগান (mohun bagan)। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ বিএসএফকে ৪-০ গোলে হারালেন লিস্টন কোলাসোরা। তবে একগাদা সুযোগ নষ্ট না করলে, জোসে মোলিনার দলের জয়ের ব্যবধান দ্বিগুণ হতেই পারত।
মরশুমের শুরুতেই আগুনে ফর্মে রয়েছেন লিস্টন। আগের ম্যাচে জোড়া গোল করার পর, এদিনও জোড়া গোল করলেন গোয়ান উইঙ্গার। শুরু থেকেই দাপট দেখিয়ে ২৪ মিনিটেই মনবীর সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। প্রতিপক্ষ বক্সে চমৎকার ক্রস ভাসিয়েছিলেন রোশন সিং। হেডে বল জালে জড়ান মনবীর। বিরতির আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মোহনবাগানের (mohun bagan) সামনে। একবার লিস্টনের ফ্রি-কিক কোনওরকমে রুখে দেন বিএসএফ গোলকিপার। আরও একবার বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন অনিরুদ্ধ থাপা। তবে দ্বিতীয়ার্ধের খেলা হওয়ার মিনিট আটেকের মধ্যেই অবশ্য লিস্টনের গোলে ২-০। সাহালের পাস থেকে বল পেয়ে চকিত ড্রিবলে বিপক্ষের দুই ফুটবলারকে টপকে চমৎকার প্লেসিংয়ে গোল করেন লিস্টন। পাঁচ মিনিট পরেই ব্যক্তিগত দ্বিতীয় তথা দলের তিন নম্বর গোলটি করেন লিস্টন। এবার বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বিপক্ষ বক্সে ঢুকে পড়ে ডান পায়ের টোকায় গোল করেন তিনি। ৬১ মিনিটে ৪-০ করেন সাহাল।
তবে চার গোলে জিতেও অস্বস্তিতে সবুজ-মেরুন শিবির। গ্রুপ ‘বি’-তে ডায়মন্ড হারবার ও মোহনবাগান দু’টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। সরাসরি পরের রাউন্ডে ওঠার জন্য তাই শেষ ম্যাচে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে লিস্টনদের। সব বিদেশি ফুটবলাররা এখনও এসে পৌঁছননি। যে দু’জন ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে টম অলড্রেডকে রেখে এদিন প্রথম দল সাজিয়েছিলেন জোসে মোলিনা। বিরতির পর বাগান কোচ দেখে নিলেন আলবার্তো রডরিগেজকেও।

আরও পড়ুন-শিখলাম কখনও হাল ছাড়তে নেই : শুভমন

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

9 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

18 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

54 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago