ছয় গোলে জিতে ডার্বির মহড়া মোহনবাগানের

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপ ডার্বির আগে চেনা ছন্দে মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবার যুবভারতীতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনাকে হাফডজন গোলে চূর্ণ করে ১৮ অগাস্টের ডার্বির প্রস্তুতি সারল মোহনবাগান (Mohun Bagan)।
ডুরান্ডে সফল অভিষেক হল বাগানের নতুন স্প্যানিশ কোচ বার্থ ডে বয় জোসে মোলিনার। বড় জয়ে সমর্থকদের জন্মদিনের উপহার দিলেন। বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধে জেসন কামিন্স, টম অলড্রেড, গ্রেগ স্টুয়ার্ট, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং-সহ সেরা তারকাদের নামিয়ে ডার্বির মহড়া সেরে নিলেন মোলিনা। বায়ুসেনা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে এল মোহনবাগান। টানা দুই ম্যাচে জয়। কামিন্সের জোড়া গোল। বাকি চার গোলদাতা অলড্রেড, লিস্টন, অনিরুদ্ধ থাপা এবং স্টুয়ার্ট। ডার্বি ড্র হলে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগানই ডুরান্ডের শেষ আটে যাবে।

আরও পড়ুন- প্রথম দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন করতে হবে শিক্ষকদেরই, কড়া নির্দেশ সংসদের

খেলার চতুর্থ মিনিট থেকে শুরু হয় গোলবর্ষণ। কামিন্সের প্রথম গোল। মিনিট ছয়েক পর দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল স্কটিশ ডিফেন্ডার অলড্রেডের। বিরতির আগেই ৩৮ মিনিটে ৩-০ করে সবুজ-মেরুন। সাহালের থ্রু বল ধরে জোরাল শটে গোল করেন লিস্টন।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়িয়ে আরও আক্রমণাত্মক মোহনবাগান। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল পরিবর্ত হিসেবে নামা অনিরুদ্ধর। মোহনবাগান এগিয়ে যায় ৪-০ গোলে। ৭৬ মিনিটে সেই কামিন্স আবার গোল করেন। বাগানের ষষ্ঠ গোলটি করেন মনবীরের পরিবর্ত হিসেবে নামা স্টুয়ার্ট। কামিন্সের সঙ্গে ওয়ান-টু খেলে নিখুঁত ফিনিশ করেন স্কটিশ তারকা। যুবভারতীর স্ট্যান্ডে থেকে ডার্বির আগে চিরপ্রতিদ্বন্দ্বীকে মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করল ইস্টবেঙ্গল। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা, সর্বোচ্চ ৭৫০।

Latest article