প্রতিবেদন : দুই ম্যাচ পর আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান। যুবভারতীতে ঘরের মাঠে দুরন্ত খেলে ওড়িশা এফসি-কে হারাল মোহনবাগান (Mohun Bagan vs Odisha)। জুয়ান ফেরান্দোর দল জিতল ২-০ গোলে। জোড়া গোলে সবুজ-মেরুনের জয়ের নায়ক অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। দু’টি গোলের ক্ষেত্রেই অবদান হুগো বুমোসের। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিনে উঠল মোহনবাগান। ওড়িশা থাকল ২২ নম্বরে। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে অবশ্য দলের বিপদ বাড়ালেন আশিক কুরুনিয়ন। পরের ম্যাচে নেই তিনি।
আরও পড়ুন-বেশিরভাগ রাজ্যেই কংগ্রেস শূন্য, হাতে ভোট মানে পদ্মে ভোট: অভিষেক
দিমিত্রিকে এক স্ট্রাইকারে রেখে রণকৌশল সাজিয়েছিলেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। দীর্ঘদিন পর মাঠে ফেরেন মনবীর সিং। তাঁর সঙ্গে আশিক কুরুনিয়ন দুই প্রান্ত থেকে আক্রমণে সাহায্য করেন। একটু নিচ থেকে মোহনবাগান আক্রমণকে নেতৃত্ব দেন হুগো বুমোস। শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে ওড়িশা রক্ষণকে চাপে রাখে মোহনবাগান। মিনিট তিনেকের মধ্যে তার ফসল তোলে জুয়ানের দল। ৩ মিনিটের মাথায় দিমিত্রির গোলে এগিয়ে যায় মোহনবাগান। ওড়িশা রক্ষণের ভুলেই গোল পেয়ে যায় সবুজ-মেরুন। হুগো বুমোসের পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার।
শুরুতেই গোল পেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান। বুমোস, আশিক, মনবীর, দিমিত্রির চতুর্ভূজ আক্রমণে কেঁপে যায় ওড়িশা (Mohun Bagan vs Odisha) রক্ষণ।
ঘুরে দাঁড়াতে ওড়িশা দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে পাঁচটি বদল করেন। কিন্তু মোহনবাগান ম্যাচে দাপট অব্যাহত রাখে। ৮০ মিনিটে সেই দিমিত্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহনবাগান। বুমোসের থেকে বল পেয়ে ডানদিক থেকে আশিস রাই বক্সে থ্রু বাড়ালে গোল করতে ভুল করেননি অস্ট্রেলীয় স্ট্রাইকার। এর পর গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। মনবীরের পরিবর্ত হিসেবে লিস্টন কোলাসো এবং বুমোসের জায়গায় ফেডেরিকো গালেগোকে নামান জুয়ান। কিন্তু শেষ লগ্নে লিস্টন, আশিক, গালেগোরা সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারত সবুজ-মেরুন।