চড়া মেজাজের ম্যাচ জিতল মোহনবাগান

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় পেল মোহনবাগান (mohun bagan)। সোমবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারিয়েছে সবুজ-মেরুন বাহিনী। চড়া মেজাজের ম্যাচে লাল কার্ড দেখলেন মোহনবাগানের এক ও রেলওয়ে এফসির দুই ফুটবলার! গুরুতর চোট পেলেন রেলের আরেক ফুটবলার তারক হেমব্রম। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ম্যাচের পাঁচ মিনিটেই অধিনায়ক সন্দীপ মালিকের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান (mohun bagan)। উইং থেকে বল ভাসিয়েছিলেন সালাউদ্দিন। দুরন্ত ভলিতে বল জালে জড়ান সন্দীপ। ৩৫ মিনিটে বাগানের মার্শাল কিস্কুর ট্যাকলে বাঁ পায়ে গুরুতর চোট পান তারক। মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। কোনও রকমে তারককে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয়। সেই সময় ন্যূনতম পরিষেবাও পাওয়া যায়নি। দেখা যায়, তারকের চোট লাগা পায়ে ব্যান্ডেজ বাঁধা হয়েছে দু’টি ছাতাকে দু’পাশে জুড়ে দিয়ে! চূড়ান্ত অব্যবস্থার মধ্যে কোনও রকমে মাঠ থেকে অ্যাম্বুল্যান্সে করে তারককে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন-ডুরান্ডের প্রথম দিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল

এখানেই শেষ নয়, ম্যাচের ৬৩ মিনিটে বল দখলের লড়াইকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মোহনবাগানের সালাউদ্দিন ও রেলওয়ে এফসির গোলকিপার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। গন্ডগোল বেধে যায় দু’দলের বাকি ফুটবলারদের মধ্যেও। ফলে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর রেফারি সালাউদ্দিন ও সুদীপ্তকে লাল কার্ড দেখান। লাল কার্ড দেখেন রেলের সৌমিক কোলে। লাল কার্ড দেখেন মোহনবাগানের টিম ম্যানেজার রাহুল দত্তও। এরপর বাকি সময় মোহনবাগান ১০ জনে ও রেলওয়ে এফসি ৯ জনে খেলেছে। ম্যাচের একেবারে শেষ দিকে, পরিবর্ত শিবম মুন্ডা মোহনবাগানের দ্বিতীয় গোলটি করেন। ৩ ম্যাচে ৬ পয়েন্ট হল সবুজ-মেরুনের।

Latest article