ইস্টবেঙ্গলকে (EastBengal) ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ (Durand Cup) জিতে নিল মোহনবাগান। ১০ জনে খেলে এবার জয়ের আনন্দ ছিনিয়ে নিল তারা। একই সঙ্গে মরশুমের প্রথম ডার্বি জয়ের মধুর প্রতিশোধ নিলেন দিমিত্রি পেত্রাতোসরা। ৬১ মিনিটে অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে মোহনবাগানকে। কিন্তু অসাধারণ গোল করে ম্যাচের রং পাল্টে দিলেন দিমিত্রি। ৭১ মিনিটে তাঁর করা গোলটাই দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিল।
আরও পড়ুন-রাজস্থানের গঙ্গাপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থামাল পুলিশ
শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ২৮ মিনিটে লাল-হলুদের স্টপার লালচুনলুঙ্গার ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মোহনবাগানের সাদিকু। তবে সেই যাত্রায় বল ক্লিয়ার করে দেন গোলকিপার প্রভসুখন গিল। ৪৩ মিনিটে নন্দকুমারের জোরালো শট বার উঁচিয়ে বাইরে যায়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে দিমিত্রির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আনোয়ার আলি ব্যাকপাস থেকে বল পেয়ে গিয়েছিলেন ইস্টবঙ্গলের সিভেরিও। কিন্তু মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ নিশ্চিত পতন থেকে দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত ৭১ মিনিটেই দিমিত্রির দুর্দান্ত গোলে ম্যাচের ভাগ্য মোহনবাগানের দিকে ঢলে পড়ে।