মাঠে এল না মোহনবাগান

কিন্তু আইএফএ ১৩ অগাস্টের মোহনবাগান-মেসারার্স ম্যাচ পিছিয়ে দিতে রাজি হয়নি। ফলে বুধবার নির্ধারিত সময়ের আগেই মেসারার্স মাঠে পৌঁছে যায়।

Must read

প্রতিবেদন : প্রত্যাশামতোই বুধবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মেসারার্সের বিরুদ্ধে দল নামাল না মোহনবাগান। আগেই তারা আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়েছিল, ডুরান্ড কাপ শেষ হলেই কলকাতা লিগের ম্যাচ খেলবে দল। কিন্তু আইএফএ ১৩ অগাস্টের মোহনবাগান-মেসারার্স ম্যাচ পিছিয়ে দিতে রাজি হয়নি। ফলে বুধবার নির্ধারিত সময়ের আগেই মেসারার্স মাঠে পৌঁছে যায়। রেফারি, সহকারী রেফারিরা ম্যাচ শুরুর জন্য মাঠে নামেন। আনুষঙ্গিক সব ব্যবস্থাপনাই সম্পূর্ণ ছিল। কিন্তু মোহনবাগান আসেনি। টিম লিস্টে শুধু মেসারার্সের খেলোয়াড়দের নাম ছিল। ফাঁকা মোহনবাগানের জায়গা। গতবার ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের মধ্যে ম্যাচেও একই ছবি ছিল। এবারও তাই। ডায়মন্ড হারবার আইনি পথে যাওয়ায় গতবারের লিগের চ্যাম্পিয়ন, রানার্স ঠিক করা যায়নি। আদালতেই আটকে আছে সব কিছু। এবার কি মোহনবাগানও আদালতের দ্বারস্থ হবে? আইএফএ কি সিদ্ধান্ত নেয় দেখার। সূত্রে খবর, লিগ সাব কমিটির সিদ্ধান্ত দেখে পরবর্তী পদক্ষেপ করতে চায় মোহনবাগান।

আরও পড়ুন-এসআইআর নিয়ে কেন্দ্রকে তিন চ্যালেঞ্জ অভিষেকের

আইএফএ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে মোহনবাগানের অনুরোধ মেনে মেসারার্স ম্যাচ পিছোতে রাজি হয়নি। এদিন সচিব অনির্বাণ দত্ত বললেন, এই ম্যাচ পিছনোর কোনও সুযোগ ছিল না। মেসারার্স মাঠে এসেছিল। নতুন সূচিতে ম্যাচ হলে ওরা সেটা মানবে কেন? লিগ সাব কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। নিয়মানুযায়ী ওয়াকওভার পেয়ে মেসারার্সের তিন পয়েন্ট ও তিন গোল পাওয়া উচিত। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বললেন, আমরা এখন ১৭ অগাস্টের ডার্বি নিয়ে ভাবছি। সচিব সৃঞ্জয় বোস বললেন, আইএফএ সচিব বলেছেন, গতবার মোহনবাগান একইসঙ্গে দুটো প্রতিযোগিতায় খেলেছে। আমি বলছি, গতবারের সঙ্গে প্রতি বছরের তুলনা করা কি যায়? গতবার কলকাতা লিগের চ্যাম্পিয়ন, রানার্স টিম কে? আমরা কেউ জানি না। তাহলে এবারও কি একই অবস্থা হবে?

Latest article