লিগে মোহনবাগান অনিশ্চিতই

Must read

প্রতিবেদন : এবারও কলকাতা লিগে (Kolkata League) মোহনবাগানের (Mohun Bagan) খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে সভা ছিল। বৈঠকে ইস্টবেঙ্গল, মহামেডান-সহ প্রিমিয়ার ‘এ’-র ক্লাবগুলির প্রতিনিধি হাজির থাকলেও মোহনবাগানের কোনও প্রতিনিধি ছিলেন না। প্রিমিয়ারের ক্লাবগুলিকে নিয়ে সভার পর আইএফএ-র গভর্নিং বডির সভাতেও গরহাজির ছিল মোহনবাগান।

আইএফএ কর্তাদের বক্তব্য, মোহনবাগানের প্রতিনিধি কেন সভায় অনুপস্থিত, তারা কলকাতা লিগে খেলবে কি না জানতে চিঠি দেওয়া হবে। মোহনবাগানের সমস্যা নিয়ে আলোচনার জন্য সংস্থার অন্যতম দুই সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পালকে দায়িত্ব দিয়েছে আইএফএ। ২০ জুলাই প্রিমিয়ার লিগ শুরু করে ১৫ সেপ্টেম্বর শেষ করতে চাইছে আইএফএ।

আরও পড়ুন: কমনওয়েলথে পদক দেখছেন মিতালি

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত অবশ্য আইএফএ-র ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি বললেন, ‘‘আমরা আগেই জানিয়েছি, আইএফএ থেকে বকেয়া ৬৫ লাখ টাকা না পেলে কলকাতা লিগে খেলব না। আমাদের দাবিকে মান্যতা দিয়েছিলেন আইএফএ-র পূর্বতন সচিবও। তিনি চলে যাওয়ার পর নতুন সচিব দায়িত্ব নিয়েই বলেছিলেন, আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ গড়িয়ে গেলেও এখনও আমাদের সঙ্গে কোনও কথা বলেননি।’’ মোহনবাগান সচিব বিরক্তির সুরে আরও বলেন, ‘‘মোহনবাগান ক্লাব এএফসি কাপ খেলছে মানে দেশের প্রতিনিধিত্ব করছে। এটা তো আইএফএ-রও সম্মানের ব্যাপার। সেখানে মোহনবাগানের (Kolkata League- Mohun Bagan) পাশে না দাঁড়িয়ে কীভাবে আইএফএ কর্তারা বলতে পারেন, কলকাতা লিগে না খেললে ক্লাবকে সংবিধান মেনে শাস্তি দেওয়া হবে? পৃথিবীর কোনও দেশে এমনটা হয় না। বিশ্বকাপের সময় তো ক্লাব ফুটবল বন্ধ থাকে। তাহলে এখানে কেন সেটা হবে না? আমি তো ভাবছি প্রস্তাব দেব, এএফসি কাপের খেলা থাকলে সংশ্লিষ্ট ক্লাবকে যেন একই সময়ে কলকাতা লিগের ম্যাচ খেলতে বাধ্য করা না হয়।’’

Latest article