প্রতিবেদন : সবুজ-মেরুন শিবিরে নতুন করে কোভিড পজিটিভ রিপোর্ট আসেনি। কিন্তু শনিবারের এটিকে মোহনবাগান (Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। কারণ, সুনীল ছেত্রীদের শিবিরেও কোভিড হানা।
সরকারিভাবে আইএসএলের তরফে কিছু না জানানো হলেও সূত্রের খবর, বেঙ্গালুরু শিবিরের দুই সদস্য করোনা আক্রান্ত। বৃহস্পতিবার মোহনবাগান (Mohun Bagan) দলের অনুশীলনে নামার কথা থাকলেও লিগের মেডিক্যাল টিমের পরামর্শে জুয়ান ফেরান্দর দল এদিন মাঠে নামতে পারেননি। তাদের হার্ড কোয়ারেন্টিনেই থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: শেষ আটে সিন্ধু, ছিটকে গেলেন সাইনা, ইন্ডিয়া ওপেনে করোনার থাবা
এদিকে, গোলকিপার সমস্যায় ভুগছে এটিকে মোহনবাগান। প্রধান গোলকিপার অমরিন্দর সিং চোট নিয়ে খেলছেন। দ্বিতীয় কিপার অভিলাষ পাল চোট পেয়ে এক মাসের জন্য ছিটকে গিয়েছেন। তৃতীয় গোলকিপার অর্শ আনফিট। এই অবস্থায় নতুন গোলকিপারের খোঁজে দল। সুব্রত পাল, শুভাশিস রায়চৌধুরী, আলবিনো গোমস, মিঠুন সামন্তদের নাম আলোচনায়। এঁদের মধ্যে একজনকে দ্রুত বেছে নিতে চায় ম্যানেজমেন্ট।