সেমিফাইনালে আজ সামনে শক্তিশালী এফসি গোয়া, চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান

কিন্তু সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, আশিক কুরুনিয়ানদের শরীরী ভাষায় টেনশনের ছিটেফোটাও নেই। বরং প্রত্যেকেই রয়েছেন ফুরফুরে মেজাজে।

Must read

প্রতিবেদন : সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামার ২৪ ঘণ্টা আগে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে সবুজ-মেরুন শিবিরে। বুধবার প্রতিপক্ষ শক্তিশালী এফসি গোয়া। যারা পুর্ণশক্তির দল নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে। কিন্তু সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, আশিক কুরুনিয়ানদের শরীরী ভাষায় টেনশনের ছিটেফোটাও নেই। বরং প্রত্যেকেই রয়েছেন ফুরফুরে মেজাজে।

আরও পড়ুন-জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল

রিজার্ভ দলের একঝাঁক ফুটবলারকে নিয়ে সুপার কাপ খেলছে মোহনবাগান। দলে মাত্র একজন বিদেশি, পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ। এই তরুণ ব্রিগেড নিয়েই কোয়ার্টার ফাইনালে দাপুটে ফুটবল খেলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছেন সাহালরা। তাই গোয়াকে সমীহ করলেও, ভয় পাচ্ছে না মোহনবাগান।
কোচ জোসে মোলিনা দেশে ফিরে গিয়েছেন আগেই। সুপার কাপে দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ বাস্তব রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে বাস্তব বলে গেলেন, ‘‘কোয়ার্টার ফাইনালের আগে ফুটবলারদের যে কথা বলেছিলাম, মাঠে নেমে নিজেদের খেলা উপভোগ কর। সেমিফাইনালের আগেও ওদের একই কথা বলেছি। আমার টিমের প্রত্যেক ফুটবলার মাঠে নামার জন্য তৈরি। ম্যাচের পরিকল্পনা নিয়ে আগে কিছু বলতে চাই না। তবে এফসি গোয়া অবশ্যই কেরালার থেকে বেশি শক্তিশালী। তাই আমাদের কাজটা খুব কঠিন। যদিও আমরা প্রতিপক্ষকে সমীহ করলেও, ভয় পাচ্ছি না। ফুটবলাররা মাঠে নেমে নিজেদের সেরাটাই দেবে।’’ বাস্তব আরও বলেন, ‘‘আমি ধাপে ধাপে এগোতে চাই। তাই ফাইনাল নিয়ে এখন ভাবছি না। বরং পুরো ফোকাস কালকের ম্যাচ। বিকেল সাড়ে চারটেতে ম্যাচ। এতে কোনও সমস্যা হবে না।’’
সবুজ-মেরুনের গুরুত্বপূর্ণ সদস্য আশিকও মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য। তিনি বলছেন, ‘‘চোটের জন্য এই মরশুমে খুব বেশি ম্যাচ খেলতে পারিনি। তাই এখানে গেম টাইম পাচ্ছি বলে ভাল লাগছে। অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারছি।’’ তাঁর সংযোজন, ‘‘সাহালের সঙ্গে আমার বোঝাপড়া খুব ভাল। সেই কেরালা ব্লাস্টার্স থেকে আমরা একসঙ্গে খেলছি। আমার সামনে সাহাল থাকলে, কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আশা করি, সেমিফাইনালেও দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।’’

আরও পড়ুন-জগন্নাথধামের যজ্ঞ জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিজেপি নেতা

এদিকে, বুধবারই সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে জামশেদপুর এফসি। খালিদ জামিলের জামশেদপুর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেডকে। অন্যদিকে, ইন্টার কাশীকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে মুম্বই।

Latest article