খেলা

সেমিফাইনালে আজ সামনে শক্তিশালী এফসি গোয়া, চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান

প্রতিবেদন : সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামার ২৪ ঘণ্টা আগে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে সবুজ-মেরুন শিবিরে। বুধবার প্রতিপক্ষ শক্তিশালী এফসি গোয়া। যারা পুর্ণশক্তির দল নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে। কিন্তু সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, আশিক কুরুনিয়ানদের শরীরী ভাষায় টেনশনের ছিটেফোটাও নেই। বরং প্রত্যেকেই রয়েছেন ফুরফুরে মেজাজে।

আরও পড়ুন-জগন্নাথদেবের কাঠের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা কাল

রিজার্ভ দলের একঝাঁক ফুটবলারকে নিয়ে সুপার কাপ খেলছে মোহনবাগান। দলে মাত্র একজন বিদেশি, পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ। এই তরুণ ব্রিগেড নিয়েই কোয়ার্টার ফাইনালে দাপুটে ফুটবল খেলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছেন সাহালরা। তাই গোয়াকে সমীহ করলেও, ভয় পাচ্ছে না মোহনবাগান।
কোচ জোসে মোলিনা দেশে ফিরে গিয়েছেন আগেই। সুপার কাপে দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ বাস্তব রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে বাস্তব বলে গেলেন, ‘‘কোয়ার্টার ফাইনালের আগে ফুটবলারদের যে কথা বলেছিলাম, মাঠে নেমে নিজেদের খেলা উপভোগ কর। সেমিফাইনালের আগেও ওদের একই কথা বলেছি। আমার টিমের প্রত্যেক ফুটবলার মাঠে নামার জন্য তৈরি। ম্যাচের পরিকল্পনা নিয়ে আগে কিছু বলতে চাই না। তবে এফসি গোয়া অবশ্যই কেরালার থেকে বেশি শক্তিশালী। তাই আমাদের কাজটা খুব কঠিন। যদিও আমরা প্রতিপক্ষকে সমীহ করলেও, ভয় পাচ্ছি না। ফুটবলাররা মাঠে নেমে নিজেদের সেরাটাই দেবে।’’ বাস্তব আরও বলেন, ‘‘আমি ধাপে ধাপে এগোতে চাই। তাই ফাইনাল নিয়ে এখন ভাবছি না। বরং পুরো ফোকাস কালকের ম্যাচ। বিকেল সাড়ে চারটেতে ম্যাচ। এতে কোনও সমস্যা হবে না।’’
সবুজ-মেরুনের গুরুত্বপূর্ণ সদস্য আশিকও মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য। তিনি বলছেন, ‘‘চোটের জন্য এই মরশুমে খুব বেশি ম্যাচ খেলতে পারিনি। তাই এখানে গেম টাইম পাচ্ছি বলে ভাল লাগছে। অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারছি।’’ তাঁর সংযোজন, ‘‘সাহালের সঙ্গে আমার বোঝাপড়া খুব ভাল। সেই কেরালা ব্লাস্টার্স থেকে আমরা একসঙ্গে খেলছি। আমার সামনে সাহাল থাকলে, কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আশা করি, সেমিফাইনালেও দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।’’

আরও পড়ুন-জগন্নাথধামের যজ্ঞ জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিজেপি নেতা

এদিকে, বুধবারই সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে জামশেদপুর এফসি। খালিদ জামিলের জামশেদপুর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেডকে। অন্যদিকে, ইন্টার কাশীকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে মুম্বই।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

21 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

45 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

49 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

57 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago