ডার্বির আগে স্বস্তির জয় মোহনবাগানের

জিতলেও দলের পারফরম্যান্স ডার্বির আগে খুব একটা স্বস্তিতে রাখবে না মোহনবাগানকে। কল্যাণীতে এদিন ডেগি কার্ডোজোর দলের খেলায় অনেক খামতি ছিল।

Must read

প্রতিবেদন : শনিবার কলকাতা লিগের ডার্বি। তার আগে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল মোহনবাগান। কালীঘাটকে ২-১ গোলে হারিয়ে বড় ম্যাচের আগে তিন পয়েন্ট এল সবুজ-মেরুন শিবিরে। বাগানের দুই গোলদাতা পাসাং দোরজি তামাং এবং করণ রাই। কালীঘাটের গোলদাতা সুরজিৎ হালদার।

আরও পড়ুন-বিরাট ফিরে এসো, বার্তা মদন লালের

জিতলেও দলের পারফরম্যান্স ডার্বির আগে খুব একটা স্বস্তিতে রাখবে না মোহনবাগানকে। কল্যাণীতে এদিন ডেগি কার্ডোজোর দলের খেলায় অনেক খামতি ছিল। একাধিক গোলের সুযোগ নষ্টের পাশাপাশি রক্ষণেও অনেক ফাঁকফোকর ধরা পড়েছে। বড় ম্যাচের আগে যা চিন্তায় রাখবে মোহনবাগান কোচকে। তবে ম্যাচ জিতে ডেগি জানিয়ে দিলেন, তাঁর দল ডার্বির জন্য প্রস্তুত। ম্যাচে নজিরবিহীন একটি ঘটনাও ঘটল। রেফারি খেলার শেষ বাঁশি বাজানোর পরেও আরও মিনিট তিনেক খেলা হল। রেফারির ভুলেই এই বেনজির ঘটনা।
শুরুটা এদিন ভালই করেছিল মোহনবাগান। বিপক্ষের ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে যায় তারা। ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাসাং। বাগানের দাপটের মধ্যেই খেলার গতির বিরুদ্ধে গোল করে ১৮ মিনিটে কালীঘাটকে সমতায় ফেরান সুরজিৎ। দূরপাল্লার শটে দর্শনীয় একটি গোল করেন তিনি। ৪০ মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন সালাউদ্দিনের পরিবর্ত গোগোচা। তার আগে কালীঘাটও একটি সুযোগ নষ্ট করে।
দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও দাপটে খেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৫১ মিনিটে পাসাং এবং ৫৫ মিনিটে টংসিন সহজ সুযোগ নষ্ট করেন। ৬৪ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান করণ।

Latest article