প্রতিবেদন: নির্বাচন করার পথে আরও একটা ধাপ এগোল মোহনবাগান (Mohun Bagan) ক্লাব। সোমবার দুপুরে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ মার্চ সেই কমিটির হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হবে। এর পরেই কমিটি নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ! গদ্দারের ক্ষোভ উগরে দিলেন তাপসী, বিস্ফোরক অভিযোগ শ্যামলের
মোহনবাগানের (Mohun Bagan) সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠকে নির্বাচনী বোর্ডকে সব দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই ঠিক করবে, কবে নির্বাচন হবে, কী প্রক্রিয়াতে হবে। এদিকে, টানা দ্বিতীয় বছর আইএসএল লিগ শিল্ড জেতার জন্য মোহনবাগান ক্লাবকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আরও একবার আইএসএল লিগ শিল্ড জয় করল আমাদের প্রিয় ক্লাব মোহনবাগান। এই প্রথমবার ইন্ডিয়ার সুপার লিগে কোনও ক্লাব পরপর দু’বার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপন করল। বাংলাকে আবার ভারতসেরা করার জন্য ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক-অনুরাগীকে আমি অনেক অনেক অভিনন্দন।