ফের চিঠি মোহনবাগানের

লিগ শুরু ২ অগাস্ট, থাকছে না অবনমন

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে মোহনবাগানের (Mohun Bagan) খেলা নিয়ে জট সহজে কাটছে না। প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের নতুন ফরম্যাট অনুযায়ী সরাসরি সুপার সিক্সে খেলবে তিন প্রধান। কিন্তু ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং খেলার ব্যাপারে নিশ্চয়তা দিলেও মোহনবাগানের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আইএফএ থেকে বকেয়া ৬৫ লক্ষ টাকা বা তার অর্ধেকও না পেলে লিগে দল নামাবে না মোহনবাগান। আইএফএ কয়েকদিন আগেই চারটি কিস্তিতে মোহনবাগান ক্লাবকে বকেয়া টাকা দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু কী পরিমাণ বকেয়া অর্থ কিস্তিতে ক্লাবকে দেওয়া হবে, কতদিন ধরে দেওয়া হবে, তা জানতে চেয়ে শনিবার আইএফএ সচিবকে চিঠি দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

আরও পড়ুন: দলের জন্য সবকিছু করতে চাই : বিরাট

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘মোহনবাগানের (Mohun Bagan) চিঠি আমরা পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি স্পনসর পাব। তারপরই মোহনবাগান ক্লাবের বকেয়া মেটানোর চেষ্টা করব। কিন্তু কত টাকা প্রথম কিস্তিতে মেটাতে পারব, তা এখনই বলা সম্ভব নয়। ভাল স্পনসর পেলে হয়তো আমরা বকেয়ার অর্ধেক বা পুরোটাই মিটিয়ে দিতে পারব।’’ মোহনবাগান সচিব পাল্টা বলেন, ‘‘স্পনসর যদি না থাকে লিগটাই বন্ধ রাখা উচিত আইএফএর।’’ শনিবার আইএফএ-তে প্রিমিয়ার ‘এ’র ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ঠিক হয়, ২৭ জুলাই নয়, ২ অগাস্ট প্রিমিয়ার লিগ শুরু হবে। লিগে এবার অবনমন থাকবে না।

Latest article