প্রতিবেদন : সুপ্রিম কোর্টের রায়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বর্তমান কমিটি আরও এক বছর ক্ষমতায় থেকে যাওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে দেশের ফুটবলে। রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই আনোয়ার আলি মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এআইএফএফ সভাপতিকে পাঠানো চিঠিতে ক্লাব সিইও লিখেছেন, আনোয়ার আলি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে নির্দিষ্ট সময়সীমা ঠিক করা উচিত। গত এক বছরের বেশি সময় ধরে এই ইস্যুতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। এতে এআইএফএফ-এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন কমিটি তথা সিস্টেমের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা থাকছে না। আমাদের বিশ্বাস, শুধু খেলোয়াড়ের স্বার্থ না দেখে সব পক্ষের দিকটা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।
আরও পড়ুন-মার্কিন সংস্থার ভারতীয় কর্মীদের কী হবে?
৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহান এফসি-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। পঞ্চমীর দিন ইরান-যাত্রা মোলিনার দলের। শনিবার সেপাহান ম্যাচের প্রস্তুতি করল দল। এদিন অনুশীলনের শেষ দিকে আলবার্তো রডরিগেজকে নিয়ে অস্বস্তি বাড়ল। তাঁর উরুর পেশিতে হালকা চোট রয়েছে। মনবীর সিংও এখনও পুরোদমে অনুশীলন শুরু করেননি। চোট রয়েছে অনিরুদ্ধ থাপা এবং সুহেল ভাটেরও। দিমিত্রি পেত্রাতোস দুবাইয়ে একদিন বাড়তি ছুটি কাটান। তাই এদিন অনুশীলনে ছিলেন না। রবিবার তিনি থাকবেন অনুশীলনে।