প্রতিবেদন : যুবভারতীতে আইএসএল ফাইনালের একটা টিকিটের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার আইএসএলের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়, ফাইনালের কোনও টিকিট অবশিষ্ট নেই। বৃহস্পতিবারও কিছু টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। অল্প কিছু সময়ের মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায়। আইএসএল জানিয়ে দেয়, যুবভারতীর ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে অনলাইনে টিকিট বুক করার ডিজিটাল রশিদ দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। কিন্তু অফলাইনে কোনও টিকিট বিক্রির মতো আর কোনও টিকিট পড়ে নেই। তবু একটা টিকিটের আশায় যুবভারতীতে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই মানুষ অপেক্ষা করেন।
আইএসএল ফাইনালের আয়োজক এফএসডিএল। ম্যাচের সমান সংখ্যক টিকিট মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-কে দিয়েছে তারা। সদস্যদের জন্য টিকিট কেটে নিয়েছে মোহনবাগান (mohun bagan) ক্লাব। সদস্যদের টাকা দিয়েই টিকিট কিনতে হচ্ছে। সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের হাতে কিছু নেই। এবার চাহিদা গতবারের থেকেও বেশি। আমাদের নিজেদের কিনতে হয়েছে টিকিট। ফলে ফাইনালে বিনা পয়সার (কমপ্লিমেন্টারি) টিকিট পাওয়ার কোনও সম্ভাবনা নেই।’’
আরও পড়ুন- জমি দুর্নীতি মামলা: হাসিনা ও পুতুলের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা
টিকিটের আকাশছোঁয়া চাহিদার মধ্যেই মোহনবাগানে চলছে ফাইনালের মহড়া। ফুরফুরে মেজাজে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বোসরা। লিগ শিল্ডের পর কাপ জিতে স্বপ্নপূরণের সামনে জোসে মোলিনার দল। বেঙ্গালুরু বধের রণকৌশলে সেট পিসের উপর জোর দিয়েছেন মোহনবাগান (mohun bagan) কোচ। দুই প্রান্ত থেকে বল ভাসিয়ে তা থেকে গোল করার মহড়ার পাশাপাশি সেট পিস ও সেন্টার থেকে গোল অক্ষত রাখারও মহড়া চলছে বাগানে। খোশমেজাজে থাকা ফুটবলাররা ফাইনালের আগে ক্লাবের অনূর্ধ্ব ১৫ ফুটবলারদের সঙ্গে সময়ও কাটালেন। ইয়ুথ ফুটবলে কলকাতা চ্যাম্পিয়ন খুদেরা জেসন কামিন্সদের অনুশীলন দেখার সঙ্গে স্বপ্নের নায়কদের পরামর্শও পেলেন।