প্রতিবেদন : মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে নামছে মোহনবাগান (Mohun Bagan)। যুভারতীতে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জয় এসেছিল টাইব্রেকারে। মোহনবাগান কোচ হোসে মোলিনা যদিও সেমিফাইনাল ম্যাচ ৯০ মিনিটেই জিততে মরিয়া।
সোমবার সাংবাদিক সম্মলনে এসে মোলিনা বলেন, ‘‘আমরা ঘরের মাঠে খেলব। বেঙ্গালুরু এফসি দল হিসাবে যথেষ্ট শক্তিশালী। কঠিন লড়াই হবে। আমরাও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। আগের ম্যাচের মতো টাইব্রেকার হলেও তৈরি থাকব। তবে আমরা ৯০ মিনিটেই ম্যাচটা জিততে চাই। শুরু থেকেই গোলের জন্য আমরা ফুটবলাররা ঝাঁপাবে।’’ তবে চোটের জন্য এই ম্যাচেও যে অস্ট্রেলীয় তারকা জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ানকে পাওয়া যাবে না, সেটা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহনবাগান (Mohun Bagan) কোচ। মোলিনার বক্তব্য, ‘‘ম্যাকলারেন ও আশিক সেমিফাইনালে খেলতে পারবে না। তবে দলের বাকি ফুটবলাররা সবাই ফিট। নিজেদের সেরাটা দিতে ওরা তৈরি। আমরা ঘরের মাঠে ম্যাচটা খেলব। তাই সমর্থকরা আমাদের জন্য গলা ফাটাবেন। এটা একটা বড় সুবিধা।’’
আরও পড়ুন-শাহিনদের মনোবল ভেঙে দিয়েছে ভারত, দাবি রামিজ রাজার
বিপক্ষ শিবিরে সুনীল ছেত্রীর মতো তারকা রয়েছেন। তবে কোনও বিশেষ ফুটবলারকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নন মোহনবাগান কোচ। মোলিনা বলছেন, ‘‘বেঙ্গালুরু দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। আমি কোনও বিশেষ ফুটবলারকে গুরুত্ব দিচ্ছি না। কারণ খেলাটা হবে এগারো জনের বিরুদ্ধে এগারো জনের। আমি পুরো বেঙ্গালুরু দলকেই সমীহ করছি।’’ পাঞ্জাব ম্যাচে সবুজ-মেরুন রক্ষণকে বেশ নড়বড়ে দেখিয়েছে। মোলিনা অবশ্য বলছেন, ‘‘অবশ্যই আমাদের উন্নতি করতে হবে এবং সেটা সব বিভাগে। মরশুম সবে শুরু। তাই এখনই দল সেরা ছন্দে খেলবে, এটা সম্ভব নয়। তবে আমি আত্মিবশ্বাসী যে, পাঞ্জাব ম্যাচের ভুল বেঙ্গালুরু ম্যাচে হবে না।’’
এদিকে, সেমিফাইনালের আগে সবুজ-মেরুন শিবিরে আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে। এদিন প্র্যাকটিসে রীতিমতো চনমনে মেজাজে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতোস, জেমন কামিন্স, মনবীর সিং, লিস্টন কোলাসোদের। গতবারের মতো এবারও মরশুমের শুরুতেই ট্রফি জেতার হাতছানি মোহনবাগানের সামনে। বেঙ্গালুরুকে হারাতে পারলে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। তাই যেভাবেই হোক মঙ্গলবারের ম্যাচটা জিততে মরিয়া লিস্টনরা।