গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগান

এসিএলে-র প্রস্তুতি

Must read

প্রতিবেদন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রস্তুতি হিসেবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মোহনবাগান (Mohun bagan) সুপার জায়ান্ট। আগামী ৯ সেপ্টেম্বর কলকাতায় হবে ম্যাচ।
১৭ সেপ্টেম্বর গোয়ার এএফসি কাপের ম্যাচ রয়েছে আল জাওরার বিরুদ্ধে। তার আগে নিজেদের ভালভাবে প্রস্তুত করতে মোহনবাগানের (Mohun bagan) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে চাইছে তারা। মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। প্রস্তুতি ম্যাচটি ক্লোজড ডোরে হওয়ার সম্ভাবনা। গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই নতুন ব্রাজিলীয় রবসন রোবিনহোকে ভালভাবে পরখ করে নেওয়ার সুযোগ বাগান কোচ জোসে মোলিনার কাছে। কতটা ম্যাচ ফিট, সেটাও বুঝে নিতে পারবেন স্প্যানিশ কোচ।
বাগানে অস্বস্তি শুধু জেমি ম্যাকলারেন ও অনিরুদ্ধ থাপা। চোটের কারণে এখনও দলের সঙ্গে অনুশীলন করছেন না দুই ফুটবলার। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বল ‘কেলমা প্যারাডাইস’ বুধবার চলে এসেছে মোহনবাগান ক্লাবে। বৃহস্পতিবার থেকে নতুন বলে অনুশীলন শুরু করবেন জেসন কামিন্সরা।

আরও পড়ুন-উপেক্ষিত আজও মহানায়ক আর উপেক্ষাকারী শূন্য হওয়া বাম

Latest article