প্রতিবেদন : প্রথম রাউন্ডে বাই পাওয়ায় সুপার কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগান (Mohun Bagan)। ইস্টবেঙ্গলকে হারিয়ে শনিবার কোয়ার্টার ফাইনালে সবুজ-মেরুনের সামনে কেরল ব্লাস্টার্স। হেড কোচ জোসে মোলিনা-সহ প্রথম দলের ফুটবলাররা নেই সুপার কাপে। একমাত্র বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার নুনো রেইস, সিনিয়র দলের সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ন, গ্লেন মার্টিন্স, দীপেন্দু বিশ্বাস, ধীরাজ সিংদের সঙ্গে আরএফডিএল টিমের ফুটবলারদের নিয়েই দল তৈরি হয়েছে। বাস্তব রায় এবং আরএফডিএল-এর চ্যাম্পিয়ন কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি চলছে জোরকদমে। সুপার কাপে বাস্তবের সহকারী ডেগি। সোমবারই তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। মোলিনার দর্শনেই বাস্তব দলকে তৈরি করছেন সুপার কাপের জন্য।
আরও পড়ুন-এগরায় কালচারাল কার্নিভাল, প্রাণিত নতুন প্রজন্ম
মূলত রক্ষণ জমাট রেখে আক্রমণাত্মক ফুটবলকে হাতিয়ার করতে চান বাস্তব। প্রতিদিন অনুশীলনে সেভাবেই চলছে প্রস্তুতি। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ায় সোমবার মোহনবাগান অনুশীলনে রক্ষণ ভাঙার মহড়া চলে। জোর দেওয়া হয় ফিনিশিংয়ে। সঙ্গে বিল্ড-আপ ফুটবল। উইং দিয়ে বল ভাসিয়ে এবং সেট পিস থেকে গোল করার মহড়ায় ব্যস্ত থাকেন সাহাল, সুহেল ভাটরা। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মোহনবাগান। বাস্তব প্রস্তুতি ম্যাচে টিম কম্বিনেশন পরখ করে নিতে চান। বৃহস্পতিবার পর্যন্ত শহরে অনুশীলন করে শুক্রবার ভুবনেশ্বর রওনা হবে দল।