প্রতিবেদন : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে আপাতত স্বস্তিতে জুয়ান ফেরান্দো (Mohun Bagan Coach Juan Ferrando)। মাঠে নামার আগে রীতিমতো চাপে ছিলেন মোহনবাগান কোচ। এএফসি কাপ ও আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে হারের পর স্প্যানিশ কোচের ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। তবে একটা জয় ম্যাজিকের মতো বদলে দিয়েছে গোটা পরিস্থিতি।
যদিও জয়ের আমেজ কাটতে না কাটতেই ফের নতুন চ্যালেঞ্জের মুখে সবুজ-মেরুন কোচ। পরের ম্যাচটাই যে ডার্বি। ২৯ অক্টোবর যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। ডার্বির আগে এই জয় কি সবুজ-মেরুন শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল? জুয়ান বলছেন, ‘‘প্রত্যেক ম্যাচ আলাদা। হতেই পারে ছেলেরা আরও উজ্জীবিত ফুটবল খেলল। আবার উল্টোটাও হতেই পারে। আসল কথা হল, ম্যাচের দিন মাঠে নেমে আপনি নিজের সেরাটা দিতে পারছেন কি না।’’
আরও পড়ুন-ব্যালন ডি’অর বেঞ্জেমার
মোহনবাগান কোচের (Mohun Bagan Coach Juan Ferrando) সংযোজন, ‘‘ডার্বির হাতে এখনও প্রায় দু’সপ্তাহের কাছাকাছি সময় রয়েছে। ফলে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সময় থাকছে। ডার্বি আমাদের এবং সমর্থকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এর সঙ্গে সবার সম্মান জড়িয়ে। কিছু কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। আশা করছি, ডার্বির আগেই দল পুরোপুরি তৈরি হয়ে যাবে।’’
এদিকে, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে সবার মন জয় করে নিয়েছেন মোহনবাগানের বিদেশি ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। সবুজ-মেরুন সমর্থকরা ডার্বিতেও অস্ট্রেলীয় তারকাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। জুয়ান বলছেন, ‘‘দিমিত্রি খুব ভাল খেলেছে। তবে ও আরও ভাল খেলার ক্ষমতা রাখে। আমার দল কোনও বিশেষ একজনের উপরে নির্ভরশীল নয়।’’