ভাল খেলেই জিতল মোহনবাগান

শুভাশিস বোস ও দীপেন্দু বিশ্বাস গোল করল। বিশেষ করে দীপেন্দুর অসাধারণ গোল। তবে জেসন কামিন্সের গোলে এল তিন পয়েন্ট।

Must read

মানস ভট্টাচার্য: ডুরান্ড কাপ ফাইনাল হারের মধুর প্রতিশোধ বলতেই হবে। সোমবার যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতল মোহনবাগান। জেমি ম্যাকলারেনের অভিষেকের দিনে চলতি আইএসএলে প্রথম জয় পেল জোসে মোলিনার দল। এই জয়ে দুই বাঙালি ছেলের বড় অবদান রইল। শুভাশিস বোস ও দীপেন্দু বিশ্বাস গোল করল। বিশেষ করে দীপেন্দুর অসাধারণ গোল। তবে জেসন কামিন্সের গোলে এল তিন পয়েন্ট।
এদিন অনেক বেশি আক্রমণভাগে পাস খেলেছে মোহনবাগান। তিন ডিফেন্ডারে খেললে যে সমস্যাটা হয় সেটা এদিন প্রথমার্ধে বারবার দেখা গিয়েছে। নর্থইস্ট উইং দিয়ে প্রচণ্ড গতিতে যখন আক্রমণে উঠেছে, তখন নিচে অনেক ফাঁক তৈরি হয়েছে। মাঝমাঠ থেকে অনিরুদ্ধ থাপা, আপুইয়ারা দ্রুত নামতে পারছিল না। অনেক জায়গা পেয়ে যাচ্ছিল নর্থইস্ট। এই জায়গায় উন্নতি করতে হবে মোহনবাগানকে।
জিথিন এমএস ছেলেটি দুর্দান্ত খেলল। ডুরান্ড কাপে সেরা ফুটবলার হয়েছিল। অসম্ভব দ্রুত গতিতে উইং দিয়ে আক্রমণে উঠছিল। ওর পাস থেকেই প্রথম মিনিটে প্রায় গোল করে ফেলেছিল নর্থইস্ট। আলাদিনের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। মোহনবাগান রক্ষণকে দিশেহারা মনে হচ্ছিল। ৪ মিনিটেই অবশ্য গোল করে এগিয়ে যায় জুয়ান পেদ্রো বেনালির দল। সেই আলাদিন আজারাইয়ের পাস থেকে গোল করে যায় বেমামের।

আরও পড়ুন-যৌননির্যাতনে ধৃত বিজেপির বুথ সভাপতি, প্রতিবাদে পথে তৃণমূল

মিনিট ছ’য়েকের মধ্যে গোল শোধ করে দেয় মোলিনার দল। দিমি পেত্রাতোসের ফ্রি-কিক নর্থইস্ট বক্সে খুঁজে নেয় দীপেন্দুকে। দীপেন্দুর বুদ্ধিদীপ্ত উঁচু হেড নর্থইস্ট গোলকিপার গুরমিত সিংয়ের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়। গোল শোধের পর আরও বেশি পাসিং ফুটবলে আক্রমণে ঝাঁজ বাড়ায় মোহনবাগান। কিন্তু আক্রমণে উঠলে রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। সেই সুযোগে ২৪ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় নর্থইস্ট। মাত্র চারটি পাসে কাউন্টার অ্যাটাক থেকে জিথিন ও আলাদিনের যুগলবন্দিতে গোল। জিথিনের পাস থেকে নিখুঁত শটে ফিনিশ করে আলাদিন।

আরও পড়ুন-দেউচায় ফের ৯ জমিদাতার হাতে চাকরির নিয়োগপত্র

পিছিয়ে পড়ে ৩৮ মিনিটেই খেলায় সমতা ফেরাতে পারত মোহনবাগান। লিস্টনের পাস থেকে স্টুয়ার্টের বাঁ-পায়ে নেওয়া জোরালো শট গোললাইন থেকে বাঁচান নর্থইস্টের মাইকেল জাবাকো। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে পরিকল্পনামাফিক ফুটবল খেলে মোহনবাগান। অনিরুদ্ধ থাপা, মনবীর সিংকে তুলে সাহাল সামাদ ও কামিন্সকে নামিয়ে ঠিক কাজ করেন মোলিনা। যুবভারতীতে প্রবল বৃষ্টিও শুরু হয়। তার মধ্যেই ৬১ মিনিটে শুভাশিসের গোলে সমতায় ফেরে দল। তবে গোলটি নিয়ে বিতর্ক থাকতে পারে না। নর্থইস্ট কিপার গুরমিত বৃষ্টির মধ্যে অলড্রেডের হেড ঠিকমতো গ্রিপ করতে পারেনি। শুভাশির বল নিয়ে গোল করে যায়। ৭৮ মিনিটে দিমিত্রির পরিবর্ত হিসেবে জেমি ম্যাকলারেনকে নামান মোলিনা। সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচে অস্ট্রেলীয় বিশ্বকাপার সহজ একটি গোলের সুযোগ নষ্ট করে। তবে কামিন্সের সৌজন্যে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মোহনবাগান। সাহালের ক্রস থেকে বাঁ-পায়ের নিখুঁত শটে গোল কামিন্সের।

Latest article