প্রতিবেদন : ডুরান্ড ও কলকাতা লিগের জাঁতাকলে পড়ে পরপর ম্যাচ খেলতে হচ্ছে তিন প্রধানকে। ধারাবাহিকতা দেখানোটাই বড় চ্যালেঞ্জ তিন প্রধানের কাছে। ডুরান্ডে প্রথম ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা লিগের ম্যাচে নামতে হচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan Super Giant)। শনিবার বিকেলে নিজেদের মাঠে সুহেল ভাট, আর্শ আনোয়ারদের প্রতিপক্ষ ময়দানের জায়ান্ট কিলার ইউনাইটেড স্পোর্টস।
পরপর ম্যাচ খেলতে হলেও উদ্বিগ্ন নন কলকাতা লিগে সবুজ-মেরুনের কোচ বাস্তব রায়। ডুরান্ডের ম্যাচে পেশিতে টান ধরায় উঠে গিয়েছিলেন সুহেল ভাট। কলকাতা লিগে নিয়মিত গোল করছেন কাশ্মীরের ফুটবলার। বাস্তব বলছেন, ‘‘সুহেলের পেশিতে টান ধরেছিল। চোট গুরুতর নয়। ম্যাচের আগে সকলের ফিটনেস দেখেই ঠিক করব, কারা খেলবে। হ্যাঁ, দুটো প্রতিযোগিতায় পরপর ম্যাচ খেলতে হবে। ধারাবাহিকতা দেখানোটাই এবার চ্যালেঞ্জ।’’
শনিবার প্রতিপক্ষ দলে বিদেশি কোচ থাকলেও তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না সবুজ-মেরুনের বাঙালি কোচ। বাস্তবের কথায়, ‘‘ইউনাইটেড স্পোর্টস খুব ভাল দল। শক্ত ম্যাচ।’’
এদিকে, মোহনবাগান (Mohun Bagan Super Giant) দলের সঙ্গে যোগ দিয়েছেন জুয়ানের নতুন সহকারী ক্লিফোর্ড মিরান্ডা। বৃহস্পতিবারই ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের হেড কোচ নিযুক্ত হয়েছেন ক্লিফোর্ড। কীভাবে দুটো দায়িত্ব সামলাবেন, তা অবশ্য কলকাতায় এসে খোলসা করেননি গতবার ওড়িশা এফসি-কে সুপার কাপ চ্যাম্পিয়ন করা কোচ। আপাতত সবুজ-মেরুন শিবিরে থাকবেন ১১ অগাস্ট পর্যন্ত। ১২ তারিখ ভুবনেশ্বরে এশিয়ান গেমসের জন্য অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়ে জাতীয় শিবির শুরু হচ্ছে। সেদিনই শিবিরে যোগ দেবেন ক্লিফোর্ড। অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলে ডাক পেয়েছেন মোহনবাগানের পাঁচ ফুটবলার।
আরও পড়ুন- কিংস কাপে নেই সুনীল
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…