প্রতিবেদন : আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। প্রায় একমাস পর ফের শুরু হল সবুজ-মেরুনের অনুশীলন। ময়দানে ক্লাব মাঠেই এদিন বিকেলে অনুশীলনে নেমে পড়েন বাগানের দেশি-বিদেশি ফুটবলাররা। তবে ভিসা হাতে না পাওয়ায় নতুন হেড কোচ সের্জিও লোবেরা এখনও শহরে এসে পৌঁছতে পারেননি। বিমান বিভ্রাটের কারণে প্রথম দিন অনুশীলনে যোগ দিতে পারেননি আলবার্তো রডরিগেজ। বুধবার অনুশীলনে যোগ দেবেন দিমিত্রি পেত্রাতোস। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, মনবীর সিং, লিস্টন কোলাসোদের তরতাজা অবস্থায় দেখা গিয়েছে প্রথম দিনের অনুশীলনে। কিন্তু খেলা না থাকায় প্রচণ্ড হতাশ ফুটবলাররা।
আরও পড়ুন-ভোট শেষ না হওয়া পর্যন্ত কর্মীদের বিশ্রাম নেই : মানস
অনুশীলন শেষে মোহনবাগান তাঁবুতে অপেক্ষারত সাংবাদিকদের কাছে কামিন্স জানতে চান, আপনারা জানেন কবে থেকে আইএসএল শুরু হবে? জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে লিগ শুরুর সম্ভাবনার কথা জানতে পেরে স্বস্তি পান বাগানের অস্ট্রেলীয় বিশ্বকাপার। কামিন্স বলেন, খেলতে না পেরে প্রচণ্ড হতাশ আমরা। এভাবে কী বসে থাকা যায়? মাঠে নামার জন্য আর তর সইছে না। লোবেরা এসে না পৌঁছনোয় মোহনবাগানে প্রথম দিন ফুটবলারদের অনুশীলন করান সহকারী কোচরা। ম্যানেজমেন্টের আশা, ভিসা পেলেই দ্রুত কলকাতার বিমান ধরবেন নতুন হেড কোচ। প্রথম দিন কিছু ফিজিক্যাল ড্রিলের পাশাপাশি মাঠ ছোট করে সিচুয়েশন প্র্যাকটিসে দেখা যায় ফুটবলারদের। কামিন্স, ম্যাকলারেন, মনবীর, সাহালদের বেশ ফিট লেগেছে। কয়েকটি ভাল গোল করেন জেমি, কামিন্স, মনবীররা।

