প্রতিবেদন : আইএসএল কাপ জয়ের পর শনিবার রাতেই মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সোমবার চিঠি লিখে শতাব্দীপ্রাচীন ক্লাবকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বই সিটি এফসির পর দ্বিতীয় দল হিসাবে একই মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছে মোহনবাগান। ক্লাব সচিব দেবাশিস দত্তর উদ্দেশ্যে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আইএসএল লিগ শিল্ড জেতার পর মোহনবাগান আইএসএল কাপও জিতেছে। কোনও সন্দেহ নেই, জাতীয় স্তরে এটি উল্লেখযোগ্য কীর্তি। এমন অসাধারণ সাফল্যের জন্য গোটা দল এবং ম্যানেজমেন্টকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার কাছে এটি গর্বের বিষয় যে, বাংলার একটি ক্লাব ভারতীয় ফুটবলের জাতীয় স্তরে আবারও তাদের দাপট বজায় রেখেছে।’’
আরও পড়ুন-হোটেলে আগুন, হেডরা সুরক্ষিত
নিজের চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘আমাদের সরকার সব সময় খেলাধুলার প্রচারের চেষ্টা করেছে। এই সংক্রান্ত যাবতীয় পরিকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন স্তরের প্রতিভাবানদের তুলে আনার বিষয়ে সচেষ্ট থেকেছে। এই সাফল্য আমাদের অঙ্গীকারের ফসল। এর সঙ্গে খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা এবং মোহনবাগান অন্তপ্রাণ সমর্থকদের অকৃত্রিম ভালবাসাও রয়েছে। আমি আন্তরিকভাবে মোহনবাগান ক্লাবের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, ম্যানেজমেন্ট ও সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছি। এই গর্বের মুহূর্তকে উপভোগ করা বাংলার অসংখ্য ফুটবল ভক্তদেরও শুভেচ্ছা জানাই।’’
রাত পোহালেই বাংলা নববর্ষ। তার ঠিক আগে মুখ্যমন্ত্রীর অভিনন্দনের চিঠি পেয়ে আপ্লুত মোহনবাগান ক্লাবের কর্তারাও। সচিব দেবাশিস দত্ত আগেই জানিয়ে রেখেছেন, পয়লা বৈশাখ বারপুজোর দিন ক্লাব তাঁবুতে শোভা পাবে আইএসএল লিগ শিল্ড ও আইএসএল কাপ ট্রফি। এর সঙ্গে থাকবে, কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফিও। ক্লাবের সদস্য-সমর্থকরা সাক্ষী থাকবেন ঐতিহাসিক সাফল্যের।
মঙ্গলবার সকাল ন’টা থেকে শুরু হবে বারপুজো। এরপর রয়েছে ক্লাবের পতাকা উত্তোলন, বই উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশি ফুটবলাররা ছুটি কাটাতে শহরের বাইরে থাকলেও অধিনায়ক শুভাশিস বোস-সহ সিনিয়র দলের কয়েকজন ফুটবলার উপস্থিত থাকবেন। এছাড়া রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্টাল লিগ বা আরএফডিএল টিমের ফুটবলাররাও উপস্থিত থাকবেন।
এদিকে, সুপার কাপকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মূলত আরএফডিএল টিমের ফুটবলারদের সঙ্গে সিনিয়র দলের দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স, সৌরভ ভানওয়ালা-সহ কয়েকজনকে নিয়েই সুপার কাপে খেলবে মোহনবাগান। বিদেশিদের মধ্যে একমাত্র পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসের খেলা নিশ্চিত। টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে ওয়াকওভার পেয়ে ইতিমধ্যেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল যদি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বেড়া টপকাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালেই ডার্বি। যদি সেটা হয়, তাহলে ডার্বি ম্যাচে পুর্ণশক্তির দল মাঠে নামাতে পারে সবুজ-মেরুন। তবে সেটা এখনও চূড়ান্ত নয়।
আরও পড়ুন-ব্যর্থ বিএসএফ, দুষ্কৃতী ঢুকছে বাংলাদেশ থেকে, ফাঁস গদ্দারের ভিডিও-য়
প্রাথমিকভাবে এও সিদ্ধান্ত হয়েছে, জোসে মোলিনা সুপার কাপে কোচিং করাবেন না। কোচের দায়িত্ব পালন করবেন সহকারী বাস্তব রায়। তবে মোলিনা দলের সঙ্গে ভুবনেশ্বরে যাবেন। আগামী মরশুমের জন্য দু’জন সাইডব্যাক খুঁজছেন তিনি। তাই অন্য দলগুলোর ফুটবলারদের দিকে নজর রাখবেন। মোলিনা আরও এক বছরের জন্য ক্লাবের চুক্তিপত্রে ইতিমধ্যেই সই করে দিয়েছেন। ১৭ এপ্রিল থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান। সেদিনের প্র্যাকটিসের পর, আরও একবার বৈঠকে বসবে টিম ম্যানেজমেন্ট। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।