প্রতিবেদন : রবিবার গুয়াহাটিতে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে শীর্ষস্থান পুনর্দখলে মরিয়া মোহনবাগান। শনিবার বেঙ্গালুরু এফসি কেরলকে হারিয়ে ফের শীর্ষস্থানে উঠলেও দিমিত্রি পেত্রাতোসদের কাছে সুযোগ আবারও শীর্ষস্থান পুনুরুদ্ধার করার। তবে আলাদিন আজারেইদের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণের বড় পরীক্ষা হতে যাচ্ছে। কারণ, কার্ড সমস্যায় দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বোস ও আলবার্তো রডরিগেজকে এই ম্যাচে পাবে না দল। ফলে আলাদিন, জিতিনদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সামলে দুর্গ অক্ষত রাখার পরীক্ষা টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাসদের কাছে।
আরও পড়ুন-হেডকে চাপে রাখতে পারেনি ভারত : সানি
নর্থইস্টের মরোক্কান ফরোয়ার্ড আলাদিন ১১ গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গল তাঁকে নিখুঁত গেমপ্ল্যানে আটকে দিলেও মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নর্থইস্টকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া হবেন আলাদিন। মোহনবাগান কোচ জোসে মোলিনা অবশ্য একা আলাদিনকে নিয়ে ভাবছেন না। বরং তিনি পুরো নর্থইস্টকে গুরুত্ব দিচ্ছেন। গত কয়েকদিনের প্রস্তুতিতে রক্ষণে বিভিন্ন বিকল্প পরখ করে নিয়েছেন। শুভাশিসরা না থাকায় লেফট ব্যাকে আশিক কুরুনিয়নকে সম্ভবত খেলাবেন মোলিনা। রাইট ব্যাকে আশিস রাই। স্টপারে অলড্রেডের সঙ্গী হয়তো দীপেন্দু। সেখানে বিকল্প হতে পারেন দীপক টাংরিও। ভারতীয় দলেও স্টপারে খেলার অভিজ্ঞতা রয়েছে টাংরির। বাঁ-দিকে আলাদিনকে থামাতে আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপাকে বাড়তি দায়িত্ব দিতে পারেন মোলিনা। প্রয়োজনে অভিষেক সূর্যবংশীকেও ব্যবহার করতে পারেন। তৈরি থাকছেন সাহাল আব্দুল সামাদও। আলবার্তো না থাকায় আক্রমণে অতিরিক্ত একজন বিদেশি খেলাতে পারবে দল। তাই গ্রেগ স্টুয়ার্ট শুরু করতে পারেন। তাঁর সঙ্গী হতে পারেন জেসন কামিন্স অথবা জেমি ম্যাকলারেন। দিমিত্রি পেত্রাতোস পরিবর্ত হিসেবে আসতে পারেন।
আরও পড়ুন-রেললাইনে ফাটল, ভোগান্তি
মোলিনা বলছেন, ‘‘নর্থইস্ট আগের ম্যাচে হেরেছে বলে আমরা হালকা মেজাজে থাকতে পারি না। ওরা ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে। আমাদের একশো শতাংশ দিয়ে ম্যাচটা জিততে হবে। আজারেইকে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই। দু-একজনকে নিয়ে ভাবি না। পুরো নর্থইস্টকে নিয়ে পরিকল্পনা করছি। শীর্ষস্থান ধরে রাখতে হলে সব ম্যাচে জয় চাই। সেটাই গুরুত্বপূর্ণ। তাই পরিকল্পনাও আলাদা হয়।’’
শুভাশিস, আলবার্তোর না থাকা নিয়েও চিন্তিত নন মোলিনা। তিনি বলেন, ‘‘আমার হাতে বিকল্প রয়েছে। আশা করি, ওরাও ভাল খেলবে। দলকে জিততে সাহায্য করবে।’’ নর্থইস্ট কোচ জুয়ান পেদ্রো বেনালি বলছেন, ‘‘মোহনবাগান ভারতের রিয়াল মাদ্রিদ। ওদের কোনও দুর্বলতাই নেই।’’