প্রতিবেদন : মানোলো মার্কুয়েজ মোহনবাগানকে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে মানোলোর গোয়ার কাছে ১-২ গোলে হেরেই থামল বাগানের জয়রথ। মাস তিনেক আগে বেঙ্গালুরুতে গিয়ে হেরেছিল মোহনবাগান। ৮৪ দিন পর দ্বিতীয় হার আইএসএলে। টানা চার জয় ও আট ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল জোসে মোলিনার দল। গোয়ার হয়ে দু’টি গোলই করেন তরুণ মিডিও ব্রিসন ফার্নান্ডেজ। মোহনবাগানের হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। তাঁর চোটের পরই মাণ্ডবী নদীতে ডুবল নৌকা। গোয়ার কাছে হারলেও ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএলের শীর্ষেই রইল মোহনবাগান।
গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কোনও বদল করেননি মোলিনা। কিন্তু অ্যাওয়ে ম্যাচে শুরু থেকে নিজেদের একটু গুটিয়েই রেখেছিল মোহনবাগান। ঘরের মাঠে গোয়া শুরুতেই গোল তুলে নেওয়ার লক্ষ্যে ছিল। সবুজ-মেরুনের ঝটকা সামলে সেই লক্ষ্যে সফলও হয় তারা। ১২ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম মোহনবাগানের।
ব্রাইসন বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন। টম অলড্রেডের পায়ে লেগে গোলের নীচ থেকে এগিয়ে আসা বিশাল কাইথের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে যায়। বিশালের কিছু করারও ছিল না। ব্রাইসনের শট দিক পরিবর্তন না করলে গোল হত না। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টায় আক্রমণে ঝাঁজ বাড়ায় মোহনবাগান। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে হতাশ করেন দিমিত্রি, লিস্টন, মনবীররা। প্রথমার্ধে দিমিত্রি একটি সহজতম সুযোগ নষ্ট করেন। বক্সে ফাঁকা গোলের সামনে বল উড়িয়ে দেন বাগানের অস্ট্রেলীয় তারকা। মনবীরও বার দুয়েক ডান প্রান্ত দিয়ে উঠে গোল করার মতো জায়গায় চলে এসেছিলেন। কিন্তু হতাশ করেন তিনিও। আলবার্তো রডরিগেজের একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কাজের কাজটা করতে পারছিল না মোহনবাগান।
আরও পড়ুন-পাঁচ রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, জম্মু-কাশ্মীর হিমাঙ্কের নীচে
পিছিয়ে পড়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোলশোধ করেন দিমিত্রি। কিন্তু আক্রমণ কোনও সময় দানা বাঁধেনি মোলিনার দলের। গোলের পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন দিমিত্রি। পরিবর্ত হিসেবে নামেন জেসন কামিন্স। কিন্তু গোয়ার দাপট অব্যাহত থাকে। ৬৮ মিনিটে সেই ব্রাইসনের হেডে করা দুরন্ত গোলে এগিয়ে যায় মানোলোর দল। যদিও অফসাইডের দাবি জানিয়েছিল মোহনবাগান। কিন্তু লাইন্সম্যান পতাকা তোলেননি। পিছিয়ে পড়ে মোহনবাগান কোচ আপুইয়া, লিস্টন, আশিস রাইকে তুলে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ন, সুহেল ভাটদের নামালেও গোলশোধ করতে পারেনি সবুজ-মেরুন।