প্রতিবেদনঃ গত মরশুমে ট্রফি আসেনি। এবার আইএসএল শুরুর আগে এএফসি কাপে ভাল ফল করার লক্ষ্য নিয়ে মালদ্বীপ রওনা হবে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার দল ঘোষণা করবে দল। তার আগে বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস বলে দিলেন, দল এএফসি কাপের জন্য তৈরি।
আরও পড়ুন : টি-২০ দিয়ে সিএবি-র ক্রিকেট মরশুম শুরু
তবে প্রস্তুতিতে খামতি থাকছে। কাউকো, কৃষ্ণদের কোচের বক্তব্য, ‘‘কোভিডের জন্য বিদেশিরা সময়মতো আসতে পারেনি। কিছুটা সমস্যা তো রয়েছে। কিন্তু অজুহাত দিতে চাই না। আমাদের তৈরি হয়েই এএফসি কাপ খেলতে হবে। তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি’’। প্লে-অফ ম্যাচ জিতে বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগানের গ্রুপে উঠে আসতে পারে। বাকি দু’টো দল বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বিপের মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব। হাবাস বললেন, ‘‘শুধু বেঙ্গালুরু নয়, বাকি দলগুলোকে নিয়েও আমরা ভাবছি। সবার জন্যই আমরা তৈরি’’। জনি কাউকো, হুগো বোউমাসের মতো আক্রমণাত্মক মিডফিল্ডার দলে সই করেছেন। তবে কি এবার আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে হাবাসের দল? কাউকো-প্রীতমদের কোচ বলছেন, ‘‘ব্যালান্স ফুটবলই আসল।
আরও পড়ুন : ‘সবুজসাথী সাইকেল পাওয়ার আগে হেঁটেই স্কুলে যেতাম’, খুশি সুমিত্রা টুডু
রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রেখে খেলতে পারলে সাফল্য পাওয়া যায়। আমি সেভাবেই দলকে খেলাই। কাউকো খুব ভাল প্লেয়ার। আক্রমণ ও রক্ষণের মধ্যে ব্যালান্স করে খেলে। হুগো গতবার মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে’’। এএফসি কাপে চার বিদেশি মূল একাদশে খেলতে পারবে। ফলে হুগো বোউমাস ও জনি কাউকোর মধ্যে কাকে শুরু থেকে খেলানো হবে, তা ঠিক করাটাই বড় মাথাব্যথা হতে পারে স্প্যানিশ কোচের কাছে।
কারণ, তিরি না থাকায় কার্ল ম্যাকহিউ স্টপারে খেলবেন। আক্রমণে রয় কৃষ্ণর সঙ্গে এশীয় কোটার বিদেশি অস্ট্রেলীয় স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস সম্ভবত শুরু করবেন। বুধবার মাঝরাতেই কলকাতায় চলে এলেন ডেভিড। দলের সঙ্গেই মালদ্বীপ যাবেন ডেভিড। অস্ট্রেলিয়ায় নিয়মিত অনুশীলনের মধ্যেই ছিলেন তিনি।