প্রতিবেদন : আইএসএল নিয়ে সমাধানসূত্র মিলল না বুধবারের মেগা বৈঠকে। আশ্বাসেই আটকে থাকল সরকার। প্রস্তাব, পাল্টা প্রস্তাবেও লিগ নিয়ে কোনও দিশা মিলল না। শেষ সব পক্ষকে নিয়ে বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর আশ্বাস, লিগ শুরু হবেই। কীভাবে হবে আইএসএল এবং আই লিগ, কে টাকা দেবে, সেই পথ সুপ্রিম কোর্টকে জানাবে সরকার। মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া ক্রীড়ামন্ত্রককে প্রস্তাব দিয়েছেন, এফএসডিএল যদি আইএসএল আয়োজন করতে রাজি না হয়, তাহলে ক্লাবজোটই কনসোর্টিয়াম গড়ে লিগ করবে। ম্যাচ আয়োজন থেকে সম্প্রচার সব কিছুরই দায়িত্ব থাকবে ক্লাবদের উপর। মোহনবাগানের প্রস্তাবে শুধু সম্মতি দেয়নি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তারা চায় ফ্র্যাঞ্চাইজি বা কর্পোরেট লিগের মডেল থেকে বেরিয়ে আসতে। কিন্তু মোহনবাগান সিইও-র প্রস্তাবকে সমর্থন করেছে আইএসএলের বাকি ১১টি ক্লাব।
আরও পড়ুন-মাত্র ৩ বছরে ইন্ডিয়া রেকর্ডস বইতে নাম উঠল অভ্রদীপের
আই লিগের ক্লাবগুলি আলোচনায় ক্রীড়ামন্ত্রককে জানিয়েছে, দ্রুত লিগ শুরু হোক। আই লিগের দু’একটি ক্লাব আবার আইএসএল ও আই লিগ মিশিয়ে একটি লিগের পক্ষে। তাতে আবার বাকিদের সমর্থন নেই। সব পক্ষের সঙ্গে আলাদা করে বৈঠকের সময় ফেডারেশন সভাপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কর্তারা। ক্লাব, এফএসডিএল, সম্প্রচারকারী সংস্থা, বাকি বিডারদের সঙ্গে বৈঠরের পর সব শেষে সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনায় ক্রীড়ামন্ত্রী আশ্বাস দেন, ভারতীয় ফুটবলের স্বার্থে আইএসএল এবং আই লিগ দ্রুত শুরু হবে। লিগ কীভাবে হবে, সমাধানের পথ সুপ্রিম কোর্টকে জানাবে সরকার। ডায়মন্ড হারবার এফসি-র সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় মিটিং শেষে বললেন, আমরা শুধুই আশ্বাস পেলাম। কোনও দিশা পেলাম না। ক্রীড়ামন্ত্রক ফেডারেশনকে বললেন, তোমরা প্রস্তুত হও। লিগ আয়োজন করতে হবে। কিন্তু কবে থেকে, কীভাবে হবে লিগ? পুরোটাই অন্ধকারে।

