নিজেদের আন্ডারডগ বলে দিলেন মইন, ভারতের বিরুদ্ধে অনিশ্চিত মালান

রোহিত শর্মাদের মুখোমুখি হওয়ার আগে ওপেনার দাভিদ মালানের চোট নিয়ে চিন্তায় ইংল্যান্ড। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ

Must read

অ্যাডিলেড, ৭ নভেম্বর : রোহিত শর্মাদের মুখোমুখি হওয়ার আগে ওপেনার দাভিদ মালানের চোট নিয়ে চিন্তায় ইংল্যান্ড। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ। তবে কুঁচকির চোটে সেদিন মালানের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। অলরাউন্ডার মইন আলি সোমবার কার্যত স্বীকারই করে নিয়েছেন, মালানের পক্ষে ভারতের বিরুদ্ধে খেলা সম্ভব নয়। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান মালান।

আরও পড়ুন-মজুরির দাবিতে ভাটা শ্রমিকেরা

মইন বলছেন, ‘‘মালান টি-২০ ফরম্যাটে আমাদের অন্যতম সেরা ব্যাটার। ও শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলতে পারবে কি না, জানি না। তবে সত্যি বলতে কী, ওর চোটটা বেশ গুরুতর। গতকালই স্ক্যান করা হয়েছে। তবে মালানকে দেখেই বোঝা যাচ্ছে ও একেবারেই স্বস্তিতে নেই।’’ একই সঙ্গে সেমিফাইনালে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন মইন। তাঁর বক্তব্য, ‘‘আমরা আন্ডারডগ। ভারত গত এক বছর ধরেই অসাধারণ ক্রিকেট খেলছে। এই বিশ্বকাপেও ওরা দারুণ ফর্মে।’’

আরও পড়ুন-হাইকোর্টের ভর্ৎসনা

এদিকে, ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ইংরেজ পেসার মার্ক উড। তিনি বলছেন, ‘‘অ্যাডিলেডের ম্যাচটা অন্যরকম হবে। কারণ ওখানকার উইকেট এবং পরিবেশ আলাদা। ভারত শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে আমাদের সেরা একাদশ বাছতে হবে। বিশেষ করে, বোলিং আক্রমণে যেন বৈচিত্র ও গভীরতা দুটোই থাকে।’’

Latest article