আন্তর্জাতিক

বিদেশ সফরে মলদোভার পোষ্য কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট!

প্রতিবেদন : এক প্রেসিডেন্টের প্রিয় কুকুর কামড়ে (Dog bites) দিল আরেক প্রেসিডেন্টকে। সম্প্রতি মলদোভা সফরে গিয়ে কুকুরের কামড় খেতে হল অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন দ্যার ব্যালেনকে। বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর কুকুর এমন কাণ্ড ঘটিয়েছে। জানা গিয়েছে, মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর বাসভবনের বাইরে যখন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হাঁটাহাঁটি করছিলেন তখন ব্যালেনের হাতে কামড় দেয় ভিআইপি-র পোষ্য কুকুর। পরে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে যান ব্যালেন। কুকুরের কামড় (Dog bites) খেয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে ঘুরতে দেখা যায় অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে।
পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন কুকুরটির জন্য সহানুভূতিই প্রকাশ করেছেন। তিনি লেখেন, আমাকে যাঁরা চেনেন তাঁরা প্রত্যেকেই জানেন, আমি কুকুর কতটা ভালবাসি। তবে আমি তার বিষয়টি বুঝতে পারি। কোনও কারণে ভয় পেয়ে ওই কাণ্ড ঘটিয়েছে। এদিকে এমন অনভিপ্রেত ঘটনায় অস্বস্তিতে মলদোভা সরকার। যদিও তারপরেও মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু এবং দেশের অন্যান্য শীর্ষ কর্তার সঙ্গে ব্যালেনের বৈঠক খুবই ভাল হয়েছে বলেও জানা যায়। এমনকী সফরের শেষদিনে পোষ্য কুকুরটিকে একটি ছোট্ট খেলনাও উপহার দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন। বিদেশি অতিথির সঙ্গে তাঁর প্রিয় পোষ্য অবাঞ্ছিত আচরণ করায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট সান্দু। তিনি বলেন, আশপাশে অনেক মানুষ দেখে ঘাবড়ে গিয়েছিল তাঁর প্রিয় কুকুরটি। কিন্তু কীভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ব্যালেনকে কামড়াল কুকুর, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিভিআইপির নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিও আলোচনায় উঠে আসছে।

আরও পড়ুন- উত্তর গাজা তছনছ করে এবার দক্ষিণে এয়ারস্ট্রাইক

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago