বিজেপি নেতার কুকীর্তি, মা-মেয়ের শ্লীলতাহানি

ছাত্রীটি টিউশন পড়ে সকালে বাড়ি ফেরার সময় রাস্তার মাঝেই বিজেপি নেতা তাকে নিয়ে টানাটানি করে।

Must read

প্রতিবেদন : বিজেপি (BJP) নেতার কুকীর্তি। প্রথমে মেয়েকে ইভটিজিং। মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের শ্লীলতাহানি। স্ত্রী-মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবার মাথায় পড়ল রিভলভারের বাঁট। রক্তাক্ত। ঘটনা নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের রঙ্কিণীপুর গ্রামে। বিজেপি নেতার নাম শেখর মণ্ডল।

আরও পড়ুন-মিড-ডে মিলে সপ্তাহে ৩ দিন দেওয়া হবে ডিম

ছাত্রীটি টিউশন পড়ে সকালে বাড়ি ফেরার সময় রাস্তার মাঝেই বিজেপি নেতা তাকে নিয়ে টানাটানি করে। তার চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন বাবা-মা। প্রকাশ্যেই ছাত্রীর মায়ের শ্লীলতাহানি করে ওই বিজেপি নেতা। বাদ যায়নি তার বাবাও। জখম ছাত্রীর বাবা হাসপাতালে ভর্তি। অঞ্চলের তৃণমূল সভাপতি অরুণাভ জানা জানিয়েছেন, বিজেপি মাটি হারিয়ে মরিয়া হয়ে এসব করছে। অশালীন কাজকর্ম করছে। বহু অভিযোগ। পুলিশ ব্যবস্থা নিক।

Latest article