প্রতিবেদন : মোহনবাগানে শেষ হল জোসে ফ্রান্সিসকো মোলিনা অধ্যায়। এলেন আইএসএলের অন্যতম সফল আর এক স্প্যানিশ কোচ। আইএসএল নিয়ে ডামাডোলের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন সার্জিও লোবেরা। আপাতত ২০২৫-২৬ বাকি মরশুমের জন্য জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের দায়িত্ব সামলাবেন তিনি। আগামী রবিবার দল নিয়ে অনুশীলন শুরু করে দিচ্ছেন মুম্বই সিটি এফসি-কে আইএসএল জেতানো স্প্যানিশ কোচ। ওড়িশা এফসি-র দায়িত্ব ছেড়ে সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন লোবেরা। মোহনবাগানের নতুন কোচের আগমনে একটা ব্যাপার পরিষ্কার, জট কাটিয়ে আইএসএল এই মরশুমে হচ্ছে।
আরও পড়ুন-অভিষেক জেতালেন বাংলাকে
গত মরশুমে মোলিনার কোচিংয়েই আইএসএল লিগ-শিল্ড এবং কাপ জিতেছিল মোহনবাগান। মাস খানেক আগেই ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। কিন্তু সুপার কাপের মতো সর্বভারতীয় টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে মোহনবাগানের ছিটকে যাওয়ার পরই মোলিনার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ডার্বি ড্র করার পর সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা বলেছিলেন, ফুটবলার সইয়ের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা থাকে না। সেটা করে ম্যানেজমেন্ট। মোলিনার এই বক্তব্য ভালভাবে নেননি কর্তারা। সুপার কাপে ব্যর্থতার পিছনে মোলিনার ভুল রণনীতি অস্বীকার করার উপায় নেই। নিজেও দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্প্যানিশ কোচের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর দেয় মোহনবাগান।
আরও পড়ুন-হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪
লোবেরা ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন। আইএসএল লিগ-শিল্ড ও কাপ জয়ের স্বাদ পেয়েছেন। রয়েছে বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও। ওড়িশা এফসি ছেড়ে মোহনবাগানের চুক্তিতে সই করার পর লোবেরা বলেছেন, মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ ও উচ্চাকাঙ্খা। জয়ের মানসিকতা ও সাহসিকতা নিয়েই আমরা মাঠে নামব। এই দলে আছে প্রতিভা ও হৃদয়ের শক্তি। মোহনবাগান শীর্ষে থাকারই যোগ্য। আরও উঁচুতে দলকে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই কাজ করব।

