আত্মতুষ্টির তত্ত্ব ওড়ালেন মোলিনা, আপুইয়াকে বিদ্রুপ মুম্বই দর্শকদের

মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে প্রথমবার জেতার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান।

Must read

প্রতিবেদন: মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে প্রথমবার জেতার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে গিয়েও দশজনের মুম্বইয়ের সঙ্গে ২-২ ড্র করেছে সবুজ-মেরুন। লিগ-শিল্ড জয়ী দলের প্রথম একাদশে একাধিক বদল করার কি মাশুল দিতে হল মোহনবাগানকে? নাকি আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় আত্মতুষ্টির প্রভাব? মুম্বই ম্যাচে পয়েন্ট নষ্ট করে দুই তত্ত্বই উড়িয়ে দিলেন মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা। জানিয়ে দিলেন, একই ভুল ৮ মার্চ যুবভারতীতে গোয়ার বিরুদ্ধে করবেন না। সেদিনই শিল্ড হাতে পাবে মোহনবাগান।
গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়াদের শুরু থেকে খেলানো হয়নি। সৌরভ ভানওয়াল, অভিষেক সূর্যবংশীদের খেলানো হয় প্রথম একাদশে। মোলিনা বলেন, ‘‘হতে পারে দল বদল করার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। আবার সেটা নাও হতে পারে। এই ম্যাচেও সেরা একাদশ নামানোর চেষ্টা করেছি। মাথা রাখতে হবে, এরপর গোয়া ম্যাচ রয়েছে। সেমিফাইনালে কার্ড সমস্যায় কেউ বাদ যাক, এটা চাইনি। তাছাড়া বাকিদেরও তো গেম টাইম দিতে হবে।’’

আরও পড়ুন-বরুণ জাদুতে ভারত-অস্ট্রেলিয়া

ফুটবলাররা আত্মতুষ্টিতে ভুগেছে, এই অভিযোগ মানতে নারাজ মোহনবাগান কোচ। মোলিনা বলেন, ‘‘আমরা প্রথম ৪৫ মিনিট খুব ভাল খেলেছি। দুটো গোলও করেছি। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলিনি। মুম্বই ১০ জন হওয়ার পর আমাদের একজন বেশি ছিল মাঠে। কিন্তু তখন আমরা ভাল খেলতে পারিনি। মোহনবাগান এসজি-র মতো খেলিনি। অনেক ভুল পাস করেছি। এটা আমাদের খেলা নয়। এই ম্যাচ আমাদের শিক্ষা দিল। আর একই ভুল করব না।’’ গতবার মুম্বই থেকে মোহনবাগানে সই করেছিলেন আপুইয়া। মুম্বই দর্শকদের একাংশ খারাপ আচরণ করে ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে। আপুইয়া বেঞ্চে ছিলেন। ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় টানেলে ঢোকার আগে গ্যালারি থেকে মুম্বই সমর্থকরা নকল টাকা উড়িয়ে বিদ্রুপ করেন আপুইয়াকে।

Latest article