জিতেও খুশি নন মোলিনা, অস্কারের তোপে রেফারি

আইএসএল ডার্বিতে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেন তিনি। মোহনবাগানও দেশের এক নম্বর লিগের ডার্বিতে অপরাজিত তকমা ধরে রাখল।

Must read

প্রতিবেদন : আইএসএল ডার্বিতে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেন তিনি। মোহনবাগানও দেশের এক নম্বর লিগের ডার্বিতে অপরাজিত তকমা ধরে রাখল। মহারণ শেষে গুয়াহাটির গ্যালারিতে সবুজ-মেরুন সমর্থকদের দিকে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরলেন জেমি ম্যাকলারেন। তৃপ্তির হাসি চোখেমুখে। ১৯ অক্টোবরের প্রথম পর্বের ডার্বিতেও গোল ছিল তাঁর। ম্যাচ জিতিয়ে মিক্সড জোনে দাঁড়িয়ে ম্যাকলারেন জানালেন, বড় ব্যবধানে জিততে পারত দল।

আরও পড়ুন-শতাব্দীর লজ্জা সিপিএমের কেরলে, পাশবিক অত্যাচার দলিত অ্যাথলিটকে, পাঁচ বছর ধরে ৬২ জনের লাগাতার ধর্ষণ

ডার্বি জিতিয়ে বাগানের অস্ট্রেলীয় বিশ্বকাপার বললেন, “৪-১ বা ৩-১ ফলাফল হওয়া উচিত ছিল। কিন্তু তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গোল অক্ষত রেখে ক্লিন-শিটও রাখতে পেরেছি। বেঙ্গালুরু হারায় আমরা শীর্ষে থেকে এগিয়ে গেলাম। ট্রফির লক্ষ্যে এখান থেকে আরও এগোতে হবে।” মোহনবাগান কোচ জোসে মোলিনার গলাতেও ম্যাকলারেনের সুর। বললেন, “ছেলেরা ভাল খেলেছে। তবে একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিয়ে বক্সের মধ্যে আরও নিখুঁত হওয়া উচিত ছিল। আরও গোল করতে হত। তবে আমাদের কাজ এখনও অনেক বাকি।”

আরও পড়ুন-মেলবোর্নে আজ নাগালের ম্যাচ, ডোপিংয়ের বিরুদ্ধেও লড়াই সিনার ও ইগার

আইএসএলে ৯ নম্বর ডার্বি হেরে রেফারিং নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গল শিবিরে। একরাশ হতাশা নিয়ে কোচ অস্কার ব্রুজো বললেন, “প্রতি ম্যাচে একই ঘটনা ঘটছে। হয় লাল কার্ড দেখছি, নয়তো পেনাল্টি থেকে বঞ্চিত হচ্ছি। এদিন ওদের বক্সে পরিষ্কার হ্যান্ডবল হল। সৌভিককে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোটা দুর্ভাগ্যজনক। তাছাড়া প্রতি ম্যাচে কেউ না কেউ ভুল করছেই। তবু আমি প্লেয়ারদের পাশে থাকব। ভাল সময়ে এবং খারাপ সময়েও।” কোচের বক্তব্যকে সমর্থন ইস্টবেঙ্গল কর্তাদেরও। রেফারিং নিয়ে সরব তাঁরাও।

Latest article