প্রতিবেদন : আইএসএল লিগ-শিল্ড ও কাপ জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন টিমের অধিকাংশ ফুটবলারকেই ধরে রাখছে। একজন ভারতীয় ডিফেন্ডার নিতে চাইছেন কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা। স্প্যানিশ কোচের পছন্দ মুম্বই সিটি এফসি-র সেন্টার ব্যাক মেহতাব সিং। সূত্রের খবর, তাঁর সঙ্গে কথাও বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু জাতীয় দলের এই ডিফেন্ডারকে নিতে হলে মুম্বইকে ট্রান্সফার ফি দিতে হবে। কারণ, মুম্বইয়ের সঙ্গে আরও এক মরশুমের চুক্তি রয়েছে মেহতাবের। তাই মোহনবাগানের কাজটা সহজ নয়।
আরও পড়ুন-হাতির হামলায় মৃত্যু যুবকের, একদিনেই মিলল ক্ষতিপূরণ
দুই সাইড ব্যাক শুভাশিস বসু ও আশিস রাইয়ের ব্যাক-আপ নেওয়ার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে ম্যানেজমেন্ট। কারণ, সুপার কাপে সৌরভ ভানওয়ালা ও আমনদীপের পারফরম্যান্সে সন্তুষ্ট মোলিনা। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে মোলিনা তাঁর সিদ্ধান্ত এখনও ম্যানেজমেন্টকে জানাননি। সূত্রের খবর, স্কটিশ প্লে-মেকারের মোহনবাগানে থেকে যাওয়ার সম্ভাবনা কম। স্টুয়ার্ট নিজে চলে যেতে চাইলে তাঁকে আটকাবে না ক্লাব। শোনা যাচ্ছে, তিনি নিজের দেশের কোনও ক্লাবে খেলতে পারেন। কিন্তু ভারতে খেললে স্টুয়ার্ট খেলবেন মোহনবাগানেই।
মোহনবাগান আবার ইতিমধ্যেই বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলীয় উইঙ্গার রবসন রোবিনহোর সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছে। তবে স্টুয়ার্ট না থাকলে তাঁর পজিশনের উপযুক্ত পরিবর্ত নিতে পারে ম্যানেজমেন্ট। কারণ চ্যাম্পিয়ন্স লিগ টু-এর জন্য সাত বিদেশি সই করানোর ভাবনা রয়েছে মোহনবাগানের। সুপার কাপে নুনো রেইজের পারফরম্যান্সে নাকি খুব একটা খুশি নন মোলিনা। তাঁকে রাখা হবে, নাকি ছেড়ে দেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অলড্রেডকে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বেঙ্গালুরু ও মুম্বইয়ের প্রস্তাব রয়েছে তাঁর কাছে। অলড্রেডকে মোহনবাগান কোনওভাবেই ছাড়তে চায় না। স্প্যানিশ কোচের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত। ইস্টবেঙ্গলও ঘর গুছিয়ে নিচ্ছে। মুম্বইয়ের প্রস্তাব থাকলেও পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছে। তাঁর সঙ্গে আরও এক মরশুমের চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের। আরও দু’বছরের চুক্তি বাড়ছে বিষ্ণুর সঙ্গে। ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলের সঙ্গে পাকা কথা হলেও এখনও চুক্তি হয়নি।