প্রতিবেদন : ডার্বির মাত্র তিন দিন আগে চোট পেয়ে মোহনবাগানকে চিন্তায় ফেলে দিলেন অনিরুদ্ধ থাপা। বুধবার সিচুয়েশন প্র্যাকটিসের সময় ব্যাকহিল করতে গিয়ে পায়ে চোট পান অনিরুদ্ধ। তাঁর স্ক্যান করানো হয়েছে। তবে শনিবারের ম্যাচে অনিরুদ্ধকে পাওয়া যাবে না বলেই ধরে নিচ্ছে সবুজ-মেরুন শিবির।
অনিরুদ্ধকে ধরেই ডার্বির রণনীতি সাজাচ্ছিলেন জোসে মোলিনা। কিন্তু অনিরুদ্ধ চোট পাওয়ার পর বাগান কোচকে এখন নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট আগের থেকে অনেকটাই উন্নতি করেছেন। কিন্তু দিমিত্রি পেত্রাতোস এখনও পুরোপুরি তৈরি নন। ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে তাঁর। এদিন প্র্যাকটিসে হাল্কা চোট পান সবুজ-মেরুন রক্ষণের অন্যতম স্তম্ভ অ্যালবার্তো রডরিগেজও। যদিও মাঠ ছাড়ার আগে স্প্যানিশ স্টপার জানিয়ে গেলেন, তিনি ফিট। ডার্বিতে অবশ্যই খেলছেন।
আরও পড়ুন-প্রবল ঝড়-বৃষ্টি মক্কায়, বন্যায় বিপর্যস্ত জনজীবন
স্টপারে টম অলড্রেডের সঙ্গে অ্যালবার্তোর জুটিটা দারুণ জমে গিয়েছে। ডার্বিতেও জমাট রক্ষণের প্রতিশ্রুতি শোনা গেল অ্যালবার্তোর গলায়। লিস্টন কোলাসো আবার ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলছেন, ‘‘ডার্বিতে আগেও গোল করেছি। শনিবারও গোল করতে চাই। তবে ব্যক্তিগত গোলের থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।’’ অধিনায়ক শুভাশিস বোস আবার বলে গেলেন, ‘‘ক্লিনশিট রেখে ডার্বি জিততে চাই। ভরা যুবভারতীতে ডার্বি খেলার মজাই আলাদা। এবারের ম্যাচটা বাইরে হচ্ছে। অনেক সমর্থকরাই মাঠে গিয়ে ম্যাচটা দেখতে পারবেন না। তবে টিভির পর্দায় দেখবেন। ডার্বি জিতে ওঁদের উপহার দিতে চাই।’’