প্রতিবেদন : নতুন দায়িত্বে তৃণমূল নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। এবার রাজ্যের মন্ত্রিত্বের পাশাপাশি অসমে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল তাঁকে। রবিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে এই ঘোষণা করা হয়েছে। দলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব দেওয়া হচ্ছে। লোকসভা ভোটের আগে অসমে দলের সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছে তৃণমূল নেতৃত্ব। সুস্মিতা দেবকে দু’দফায় রাজ্যসভায় পাঠিয়েছেন দলনেত্রী। বর্তমানেও তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য। লোকসভা নির্বাচনে অসমের চারটি আসন শিলচর, লখিমপুর, বরপেটা এবং কোকড়াঝাড় থেকে লড়াই করেন তৃণমূল প্রার্থীরা। রিপুন বরা সভাপতির পদ ছেড়ে দেওয়ার পর থেকে অসমে দলীয় সভাপতির পদ শূন্য। এবার রাজ্যের সংগঠনের হাল ধরবেন দক্ষ শ্রমিক নেতা ও সংগঠক মলয় ঘটক।
আরও পড়ুন-আপনাদের মধ্যেই মা’কে পাই, নবনীড়ে স্মৃতি-রোমন্থনে মুখ্যমন্ত্রী