বেলগ্রেড, ২১ মার্চ : নিজের গড়া নজির আরও একবার ভাঙলেন অলিম্পিক চ্যাম্পিয়ন মোন্ডো ডুপ্লান্টিস। চলতি মাসের শুরুতে গ্লাসগো ইন্ডোর মিটে ৬.১৯ মিটার লাফিয়ে পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন সুইডেনের এই পোল ভল্টার। রবিবার বেলগ্রেডের ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৬.২০ মিটার লাফিয়ে সোনা জয়ের পাশাপাশি আরও একটা নতুন বিশ্বরেকর্ড গড়লেন ২২ বছরের ডুপ্লান্টিস। ভেঙে দিলেন নিজেরই গড়া রেকর্ড।
আরও পড়ুন-সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্য
এই ইভেন্টে রুপো জিতেছেন ব্রাজিলের থিয়াগো ব্রাজ। তিনি লাফিয়েছেন ৫.৯৫ মিটার। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন আমেরিকার ক্রিস্টোফার নিলসেন। তিনি ৫.৯০ মিটার উচ্চতা অতিক্রম করেন। টোকিও অলিম্পিকে ৬.০২ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস। তারপর থেকেই তিনি ক্রমাগত নিজের রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে চলেছেন।