তছরূপ মামলা, সুপ্রিম কোর্টের ধমক খেল কেন্দ্র ও ইডি

সুপ্রিম কোর্ট মনে করে, সরকারকে দেখে মনে হয় যে তাদের দৃঢ় বিশ্বাস, পরিস্থিত যাই হোক না কেন, কোনও ভাবেই জামিন পাওয়া উচিত নয় ধৃতের।

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতের ধমক খেল কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থা ইডি। বুধবার শীর্ষ আদালত স্পষ্ট বুঝিয়ে দিল, আর্থিক অনিয়ম মামলায় অভিযুক্তদের আসলে যেভাবে হোক জামিন আটকানোর চেষ্টা করে কেন্দ্র এবং ইডি। কারণ, জামিনের বিরোধীতা করতে গিয়ে এমন কিছু কথা বলা হয়, যা আর্থিক তছরূপ আইনের পরিপন্থী। সুপ্রিম কোর্ট মনে করে, সরকারকে দেখে মনে হয় যে তাদের দৃঢ় বিশ্বাস, পরিস্থিত যাই হোক না কেন, কোনও ভাবেই জামিন পাওয়া উচিত নয় ধৃতের।

আরও পড়ুন-ভেঙে পড়ল আদানিদের ড্রোন

এদিন আর্থিক অনিয়মের মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁয়ার বেঞ্চে। সেখানেই কেন্দ্র এবং ইডির ভূমিকা তীব্র উষ্মা প্রকাশ করে বিচারপতিরা। আদালতের যুক্তি, পিএমএলএর ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে আদালত মনে করলে অভিযুক্ত মহিলা, অসুস্থ ব্যক্তি কিংবা ১৬ বছরের নিচের কাউকে জামিন দিতে পারে। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য, জামিনের ক্ষেত্রে তা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতের প্রশ্ন, আইনের ধারা সম্পর্কে ধারণা না থাকলে তিনি সওয়াল করেন কেন?

Latest article