বাড়ির বাইরেও টাকা! সংসদে বৈঠক

দিল্লিতে বিচারপতির বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা।

Must read

প্রতিবেদন : দিল্লিতে বিচারপতির বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা। তারপর পোড়া টাকার ছবি প্রকাশ করে সুপ্রিম কোর্টও (Supreme court)। এবার বিচারপতি ভার্মার বাড়ির বাগান থেকেও উদ্ধার হল টাকার পাহাড়। গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এই ঘটনায় উত্তাল দিল্লির রাজনীতি। বিরোধী দলগুলি সোমবার এই মর্মে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনে। এরপরই বৈঠকের ডাক দেন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

আরও পড়ুন-যোগীরাজ্যে নৃশংস খুন

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে দোলের দিন আগুন লাগে। তারপরই নজরে আসে টাকার পাহাড়। বাড়িতে মজুত কাঁড়ি কাঁড়ি নগদ টাকা। রবিবারে পরিদর্শনে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার হয়। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়েছে। এদিন সংসদে মুলতুবি প্রস্তাব আনা হলে সংসদীয় কমিটির বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। বৈঠকে থাকার কথা শাসক ও বিরোধী দলের নেতাদের।

Latest article