সংবাদদাতা, জলপাইগুড়ি : কৃষকবন্ধু (Krishak Bondhu) প্রকল্পে নথিভুক্ত কৃষকদের রাজ্য সরকার চলতি বছরের শেষ কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করতে চলেছে। এই প্রকল্পে নথিভুক্ত এক লাখ কুড়ি হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার থেকে ধাপে ধাপে সরাসরি পাঁচ হাজার টাকা করে পাঠানোর কাজ শুরু হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি এই প্রকল্পে খেতমজুর ও বর্গাদারদেরও শেষ কিস্তির ২ হাজার টাকা করে দেওয়া হবে। এইদিকে সম্প্রতি অকালবর্ষণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তা সমীক্ষা করে বাংলা শস্যবিমা প্রকল্পে তাদের হাতেও ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কৃষকবন্ধু (Krishak Bondhu) প্রকল্পে রাজ্য সরকার এক একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকদের বছরে রবি ও খরিফ মরসুমে মোট দুই কিস্তিতে দশ হাজার ও বর্গাদার এবং খেতমজুরদের চার হাজার টাকা করে দেয়। গত সপ্তাহে নিম্নচাপের কারণে বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে গোটা রাজ্যেই শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়েছে। ধান থেকে শুরু করে অন্যান্য শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়ার ফলে তাই মুখ্যমন্ত্রী এখনই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ৫০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষক যাদের নাম এই প্রকল্পের আওতায় রয়েছে তাঁরা এই টাকা পাবেন। রবিবার আলিপুরদুয়ারে এক সরকারি অনুষ্ঠানে তিনি এদিন জানান, এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী ১২ ডিসেম্বরের মধ্যেই ৫০০০ টাকা করে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্যের কৃষকদের মধ্যে। কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতিবছর দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই টাকা দুই কিস্তিতে দেওয়া হয়। সেইমতো রবিশস্যের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা ডিসেম্বর মাসের ১২ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- হঠাৎ স্কুলে মুখ্যমন্ত্রী, আপ্লুত পড়ুয়া থেকে শিক্ষিকা সবাই