গ্রামেগঞ্জে উন্নত পরিষেবা পৌঁছতে নবান্ন থেকে নতুন অ্যাপে নজরদারি

জানা গিয়েছে, জেলায় ৬৯৩৪টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। সেখানে খাবারের গুণগত মান, পরিমাণ ঠিক মতো দেওয়া হচ্ছে কি না দেখা হবে

Must read

মৌসুমি দাস পাত্র, নদিয়া: গ্রামীণ এলাকায় আরও ভাল পরিষেবা পৌঁছে দিতে নবান্ন (Nabanna) থেকে চালু হল ফিল্ড ইনস্পেকশন অ্যাপ। এর মাধ্যমে ডব্লুবিসিএস আধিকারিক এবং আইএএস-রা সমস্ত ছবি তুলে তাঁদের মোবাইলে থাকা এই অ্যাপে আপলোড করবেন। জেলায় এই প্রথম জিপিআরএসে এই অ্যাপের মাধ্যমে নজরদারি শুরু হল। চেয়ারে বসে কাজে ফাঁকি দেওয়ার দিন শেষ হতে চলেছে। এমনকী স্পটে আধিকারিকরাও যাচ্ছেন কি না তা দেখা যাবে। সেই মতো প্রতিদিন ডব্লুবিসিএসরা সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি স্কুল, উচ্চমাধ্যমিক স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, কর্মতীর্থ, কিষাণ বাজার, রেশন দোকান, সারের দোকান, বাংলা সহায়তা কেন্দ্র-সহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সরাসরি সেই স্পটের প্রতিষ্ঠানের সমস্যা অ্যাপে ছবি তুলে জানাবেন।

আরও পড়ুন-মহাকুম্ভে কল্পবাসী হলেন জোবস-ঘরণী

সরাসরি নবান্ন থেকে উচ্চপদস্থ কর্তারা তা দেখতে পারবেন। কে পরিদর্শন করছে, একইসঙ্গে গ্রামীণ এলাকায় কোন প্রতিষ্ঠান কী অবস্থায় রয়েছে নবান্ন থেকে সরকারি কর্তারা দেখতে পারবেন। সরকারের টাকা খরচ হচ্ছে। তাতে মানুষ পরিষেবা কতটা পাচ্ছেন, তাতে ফাঁকফোকর থাকছে কি না, ইত্যাদির আঁচ পেতে চাইছে প্রশাসন। সোমবার ফিল্ড ইনস্পেকশন অ্যাপের মাধ্যমে নদিয়ার ৪০ জায়গায় নজরদারি করা হয়। আধিকারিকরা ঘটনাস্থল থেকে নিজের মোবাইলে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, সারের দোকান-সহ একাধিক প্রতিষ্ঠানের ছবি তুলে অ্যাপে আপলোড করেছেন। জানা গিয়েছে, জেলায় ৬৯৩৪টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। সেখানে খাবারের গুণগত মান, পরিমাণ ঠিক মতো দেওয়া হচ্ছে কি না দেখা হবে। পানীয় জল, থেকে রান্নাঘর গোটা বিষয়টি দেখা হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কতজন খাবার নিতে আসছে, তার মধ্যে কতজন গর্ভবতী দেখা হবে। জেলায় প্রাইমারি স্কুল ২৬৩৫ ও হাই স্কুল ৬৪৬টি। সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেও যাবেন আধিকারিকরা। জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, এই অ্যাপের মাধ্যমে সরাসরি নজরদারি করা যাবে। এই কাজ এখন চলবে।

Latest article