শাকসবজির দর-দাম নিয়ন্ত্রণে নজরদারি, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে জারি টাস্কফোর্সের অভিযান

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে জিনিসপত্রের দাম এবং ওজন নিয়ে তারা কথা বলেন। খুঁটিয়ে দেখা হয় শাকসবজি, মাছ, ডিম, মশলা ও ফলের দাম।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্কফোর্স। বাজারে মাছ-সবজি-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে নজরদারিতে রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা মঙ্গলবার কলকাতার মানিকতলা ও বাগমারি বাজারে যৌথ অভিযান চালায়। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে জিনিসপত্রের দাম এবং ওজন নিয়ে তারা কথা বলেন। খুঁটিয়ে দেখা হয় শাকসবজি, মাছ, ডিম, মশলা ও ফলের দাম। টাস্কফোর্সের সদস্যরা জানান, বাজার পরিদর্শনের সময় বিক্রেতারা একটি নির্দিষ্ট দাম বললেও পরিদর্শনের পরপরই অনেক ক্ষেত্রে দাম বেড়ে যাচ্ছে। এই প্রবণতা রুখতেই প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, যুদ্ধ পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি হয়েছে ঠিকই, তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অভ্যন্তরে বাজারে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, সে-বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। আরেক সদস্য কমল দে জানান, এই অভিযান বিক্রেতাদের উপর চাপ সৃষ্টি করার জন্য নয়, বরং বাজারে যাতে স্বাভাবিক দাম বজায় থাকে, সেজন্যই তৎপরতা। তিনি বলেন, বাজার পরিদর্শনের ফলে দাম অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান ম্যাচ জুলাইয়ে আইসিসি’র সভায় হবে আলোচনা

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদকও জানান, ইবি এবং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চালানো হয়। ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে অন্যান্য বাজারের তুলনায় দাম অনেকটাই স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজারে অভিযান শেষ করার পর টাস্ক ফোর্সের দল বাগমারি বাজারেও যান। সেখানেও সমস্ত পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন এবং কোনওভাবেই মুনাফাখোর ব্যবসায়ীরা অযৌক্তিক দামের সুযোগ না নিতে পারেন।

Latest article