বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

Must read

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার মধ্যে একটিকে ধরার আগেই কোথায় যে পালিয়ে গেল তাঁকে আর দেখাই গেল না। বিমানবন্দর চত্বরেই শুরু হয় জোর তল্লাশি। জানা গিয়েছে, এক যাত্রী থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই ভিতরে দুটি ছোট আকারের বাঁদর দেখতে পান। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি কর্মীদের হাত থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু আশ্চর্যের বিষয় হল ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ পাওয়া যায়নি। ৬০ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত এখনও ‘লাপাতা বাঁদর’।

আরও পড়ুন-প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল

বিমানবন্দর সূত্রে খবর, পরিবেশ দফতর ও প্রাণী উদ্ধারের বিশেষ টিমকেও খবর দেওয়া হয়েছে। কিন্তু এত চেষ্টার পরও বাঁদর রহস্য উদ্ঘাটন হয় নি। কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানান সুরক্ষার স্বার্থে প্রতিটি জায়গা তল্লাশি করা হচ্ছে। আপাতত যাত্রীদের আতঙ্কের কিছু নেই।
বিমানবন্দরে কড়া নিরাপত্তার মাঝেই নিখোঁজ বাঁদর, এই ঘটনায় এখন তোলপাড় নেটপাড়া।

Latest article