প্রতিবেদন : ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টিপাত গোটা রাজ্য জুড়ে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। আর দু’-তিনদিনের মধ্যে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তিও থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করবে।
আরও পড়ুন-তৃণমূলের দখলে সমবায়
মৌসুমী বায়ুর প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দু’দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। সোমবার পাঁচ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমবে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।