বর্ষা দেরিতে, বৃষ্টির দাপট আরও কমবে

Must read

প্রতিবেদন : আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার দেশে (India) বর্ষা (Monsoon) আসছে কিছুটা দেরিতে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে এবার দেশে বর্ষা ঢুকবে ৫ জুন। অন্যান্যবার জুনের ১ তারিখের মধ্যে চলে আসে বর্ষা (Monsoon)। কেরলে ৫ তারিখ এলেও বাংলায় আসতে আরও কয়েকদিন লাগবে। এর জন্য দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে গত কয়েকদিন ধরে দুপুরের পর রাজ্যে প্রায় প্রতিদিনই নিয়ম করে ঝড়বৃষ্টি হয়েছে। দেখা গিয়েছে কালবৈশাখীর দাপট। তবে শনিবার হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, গত কয়েকদিনের তুলনায় ঝড়বৃষ্টি কমবে দক্ষিণের জেলাগুলিতে। ২৮ ও ২৯ তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। তারপরই ফের গোটা রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এমনকী আগামী ৫ দিনের মধ্যে বেশ কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতেও পারে। কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতেও পারে। তবে আগামী দুদিন রাজ্যে কোনও তাপপ্রবাহের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড়বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। জুনের প্রথম থেকে উত্তরেও বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন- হ্যাম রেডিও ফেরাল নিখোঁজ রাজেশ্বরকে

Latest article