প্রতিবেদন : শেষ ৬২ বছরে এই প্রথম দিল্লি ও মুম্বইয়ে (Monsoon Hits Delhi And Mumba) একসঙ্গে প্রবেশ করল বর্ষা। শনিবার রাত থেকেই মৌসুমী বায়ুর প্রভাবে দুই রাজ্যে প্রবল বৃষ্টি হয়েছে। শেষবার ১৯৬১ সালে শেষবার দেশের রাজধানী দিল্লি ও বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে একসঙ্গে বর্ষা প্রবেশ করেছিল। মৌসম ভবন জানিয়েছে, সাধারণত দিল্লিতে ২৭ জুন বর্ষা (Monsoon Hits Delhi And Mumba) প্রবেশ করে। সেদিক থেকে দিল্লিতে এবার বর্ষা দু’দিন আগেই ঢুকেছে। তবে মুম্বইয়ে বর্ষা প্রবেশ করেছে প্রায় দু’সপ্তাহ পর।
ভারী বৃষ্টিতে দাবদাহের হাত থেকে রেহাই পেলেও মুম্বইয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। ম্যানহোলে পড়ে গিয়ে শনিবার মৃত্যু হয়েছে দুই সাফাইকর্মীর। ঘাটকোপারে বাড়ির একাংশ ভেঙে পড়ে আটকে পড়ে তিনজন। রবিবার সকাল ৮টা পর্যন্ত মুম্বইয়ে বৃষ্টির কারণে জারি ছিল কমলা সতর্কতা। তারপর হলুদ সতর্কতা জারি করা হয়। প্রবল বৃষ্টির কারণে এদিন মুম্বইয়ের একাধিক এলাকায় ব্যাপক যানজট হয়। রবিবার ছুটির সকালে দিল্লিতে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। এদিন দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয়েছে। উত্তর ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যেও শুরু হয়েছে বৃষ্টি। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে অসমে বন্যা কবলিত হয়েছেন প্রায় চার লাখ মানুষ। এখনও পর্যন্ত বন্যায় এ রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে। কয়েকজন নিখোঁজ। তবে রবিবার কিছু কিছু এলাকায় জলস্তর নামতে শুরু করেছে। বন্যাবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৮২ হাজার মানুষকে। প্রবল বৃষ্টি চলছে সিকিম, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডেও।