জাতীয়

আন্দামান-নিকোবরে মৌসুমী বায়ু সময়ের আগেই ঢুকছে বর্ষা, নিশ্চিত করল মৌসম ভবন

প্রতিবেদন : প্রবল গরমের মাঝেও সুখবর। সময়ের আগেই দেশে ঢুকছে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশ, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগেই প্রবেশ করেছে। এই অগ্রগতি বর্ষাকালের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এই অঞ্চলের স্বাভাবিক সময়সূচির কয়েকদিন আগে ঘটেছে। এই আগমন গত দু’দিনের ব্যাপক মাঝারি বৃষ্টিপাতের পর ঘটতে চলেছে। ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আইএমডি-র পর্যবেক্ষণ অনুসারে, এই অঞ্চলে একটানা বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে, যা বর্ষার অগ্রগতি প্রদর্শন করে।

আরও পড়ুন-বিজেপির শক্তিক্ষয় করে ৩০ দাপুটে নেতা তৃণমূলে

আবহাওয়ার তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় পশ্চিমা বাতাসের একটানা শক্তিবৃদ্ধি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে, যেখানে বাতাসের গতি ২০ নটের বেশি ছিল এবং এই বাতাসের প্রভাব ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হল বহির্গামী দীর্ঘ তরঙ্গ বিকিরণ (ওএলআর), গত দু’দিনে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এটি সক্রিয় বর্ষার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এক সংকেত। এই আবহাওয়াজনিত মানদণ্ডগুলি পূরণ হওয়ার সাথে সাথে, আইএমডি মঙ্গলবার এই অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির ঘোষণা করেছে। আইএমডি তার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের ১৩ মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সময়ের পূর্বেই বর্ষার এই আগমন উল্লেখযোগ্য। কারণ বর্ষা সাধারণত ১৮-১৯ মে নাগাদ আন্দামান সাগরে এবং ১ জুন নাগাদ ভারতীয় মূল ভূখণ্ডে পৌঁছয়।
এই বছর মৌসম ভবনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বর্ষা ২৭ মে নাগাদ কেরলে পৌঁছাতে পারে, যা স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ আগে। আইএমডি আরও জানিয়েছে যে দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপে বর্ষার আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। বর্ষার এই সময়ের পূর্বের আগমন বিদ্যমান তাপপ্রবাহ থেকে বহুলাংশে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। আইএমডি-র দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের মরশুমে ভারতের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago