বিদায় নিচ্ছে বর্ষা, কবে জাঁকিয়ে ঠান্ডা

অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে টের পাওয়া যাবে পরিবর্তন। দিল্লি-সহ রাজধানী সংলগ্ন এলাকায় রীতিমত কাঁপুনি ধরিয়ে দেবে এবারের শীত।

Must read

এই বছরের জন্য বিদায় নিতে চলেছে বর্ষা (Monsoon)। আসছে শীতের (Winter) মরশুম। বছরের বেশিরভাগ সময় গরমে নাজেহাল রাজ্যবাসী এবার জানতে চান, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে? দিল্লির মৌসম ভবন তরফে খবর, এই বছর দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে। অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ৮ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। তবে শীতও জাঁকিয়ে পড়তে চলেছে এই বছরে। আগের বছরেও ভালোই শীত উপভোগ করেছে দেশবাসী। ঠিক তেমনই উত্তর ভারতে হাড় কাঁপানো ঠান্ডা পাওয়া যাবে এই বছর শেষে। গত কয়েক বছরের তুলনায় এ বছর উত্তর ভারতে নিম্নমুখী পারদ রেকর্ড গড়তে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-কৃষ্ণনগরকাণ্ডে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের, যুদ্ধকালীন তৎপরতায় গ্রেফতার যুবক

অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে টের পাওয়া যাবে পরিবর্তন। দিল্লি-সহ রাজধানী সংলগ্ন এলাকায় রীতিমত কাঁপুনি ধরিয়ে দেবে এবারের শীত। অক্টোবর-নভেম্বরে ৭১ শতাংশ লা নিনা পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমবে। তাই শীতের মাসে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। ‘লা নিনা’ প্রবাহের স্থায়িত্ব হয় আনুমানিক ছয় মাস। যদিও মাঝে মধ্যে তার মেয়াদ দু’বছরও হতে পারে।

Latest article