শ্রাবণের শুরুতে বর্ষার ব্যাটিং

সোমবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Must read

আষাঢ়ে হতাশ করে এবার পড়ল শ্রাবণ। মাস জুড়েই কী তবে এবার জমিয়ে মাঠে নামছে বর্ষা (Monsoon)? সোমবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সোমবার উত্তরের জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি আছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও মঙ্গল থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বঙ্গেও এই সপ্তাহে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-রানাঘাটের কাছে বেলাইন মালগাড়ি

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ জুলাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। আজ, সোমবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। মঙ্গল থেকে বুধবার কলকাতার তাপমাত্রার সর্বোচ্চ পারদ থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার ও শনিবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের পরিস্থিতি অন্যরকম হবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

Latest article